চেন্নাই : 'সনাতন ধর্ম' নিয়ে তাঁর মন্তব্যে দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে। যদিও তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে জাল খবর ছড়ানো হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন DMK নেতা তথা তামিলনাড়ুর মন্ত্রী উধয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। তবে তাঁর সংযোজন, যে মামলাই তাঁর বিরুদ্ধে করা হোক না কেন তার মুখোমুখি হতে তিনি প্রস্তুত।


সাংবাদিকদের মুখোমুখি হয়ে উধনয়নিধি বলেন, ওরা যে মামলাই করুক তার মুখোমুখি হতে আমি তৈরি। আসলে BJP I.N.D.I.A জোট নিয়ে ভয় পেয়েছে। সেদিক থেকে নজর ঘোরাতে এসব বলে বেড়াচ্ছে। DMK-র নীতি হচ্ছে, 'এক জাতি, এক ঈশ্বর।'


তিনি আরও বলেন, "আমি আবারও বলছি, আমি শুধুমাত্র সনাতন ধর্মের সমালোচনা করেছিলাম এবং বলেছিলাম সনাতন ধর্ম নির্মূল করতে হবে। বারবার আমি তা বলব। কেউ কেউ বাচ্চা ছেলের মত কথা বলছে। কেউ কেউ বলছে আমি নাকি গণহত্যার আমন্ত্রণ জানাচ্ছি, কেউ কেউ আবার বলছেন দ্রাবিড়িয়দের শেষ করে ফেলতে হবে। এর মানে কি DMK-র লোকদের হত্যা করতে হবে ?"


তিনি আরও বলেন, "যখন প্রধানমন্ত্রী বলেন, 'কংগ্রেসমুক্ত ভারত', উনি কি তখন বোঝাতে চান যে কংগ্রেসের লোকদের হত্যা করতে হবে। সনাতন কী ? সনাতনের অর্থ, কিছুই পরিবর্তন করা যাবে না, সবকিছু স্থায়ী। কিন্তু, দ্রাবিড়িয় মডেল হচ্ছে পরিবর্তনের এবং সকলেই সমান। বিজেপি আসলে আমার কথার ভুল ব্যাখ্যা করছে এবং ভুল খবর ছড়াচ্ছে। ওদের এটাই কাজ।"


তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উধয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার অভিযোগ জানান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। উধয়নিধি আবার তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রীও। শনিবার 'সনাতন ধর্ম' নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে উধয়নিধির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন ওই আইনজীবী।


কিন্তু, কী এমন বলেন স্ট্যালিন-পুত্র ?


অভিযোগকারী বিনিত জিন্দালের দাবি, সনাতন ধর্ম নিয়ে উধয়নিধি প্ররোচনামূলক, জ্বালময়ী, অবমাননাকর এবং উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। আমি হিন্দু ও সনাতন ধর্মের পথে চলি। তাই  উধয়নিধি স্ট্যালিনের মন্তব্য আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। উধয়নিধি সনাতন ধর্ম নির্মূলের কথা বলেছেন। শুধু তা-ই নয়, সনাতন ধর্মকে তিনি মশা, ডেঙ্গি, করোনা ও ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছেন।


আরও পড়ুন ; সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, স্ট্যালিন-পুত্রের বিরুদ্ধে দিল্লি পুলিশে অভিযোগ দায়ের আইনজীবীর