পিয়ংইয়ং: উত্তর কোরিয়ার বাসিন্দাদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করলেন দেশের সর্বাধিনায়ক কিম জং উন। করোনা অতিমারীতে সাধারণ মানুষকে বাঁচাতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন তিনি। তাঁর জীবনে এভাবে নত হওয়া এই প্রথম।


বিদেশি এক সংবাদপত্র সূত্রে খবর, শাসক দলের ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে কিম বক্তৃতা দিচ্ছিলেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার মানুষ তাঁর ওপর যে ভরসা রেখেছিলেন, সেই অনুযায়ী কাজ করতে পারেননি। তিনি সত্যি সত্যি দুঃখিত। এই সময় চশমা খুলে কাঁচ মোছেন তিনি। তবে পূর্বপুরুষদের কাজকর্ম সম্পর্কে ফলাও করে বলেছেন কিম। তিনি বলেন, গ্রেট কমরেড কিম ২ সাং ও কিম টু সাং ও কিম জং ইল যে কাজ করে গিয়েছেন, সেই পথে এগনোর জন্য দেশবাসী তাঁর ওপর বিশ্বাস রেখেছেন, অথচ তাঁর নিষ্ঠা ও সততা মানুষকে কষ্টকর সময় থেকে উদ্ধারের জন্য যথেষ্ট নয়।

আবেগপূর্ণ বক্তৃতায় কিম বলেছেন, করোনার জেরে গোটা বিশ্বের মানুষকে কতটা সঙ্কটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতির ইচ্ছের কথাও বলেছেন তিনি। আবার আমেরিকার সরাসরি সমালোচনা এড়িয়ে গিয়েছেন।

শনিবার উত্তর কোরিয়া সেনা প্যারাডে তাদের সাম্প্রতিকতম ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক প্রদর্শন করেছে।