Israel Hamas War:নেতানইয়াহুর পদত্যাগ চেয়ে রাস্তায় তেল আভিভ-জেরুজালেমের মানুষ, আক্রমণ জারি গাজায়

Protest March In Israel:ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর ইস্তফা চেয়ে এবার বিক্ষোভে নামলেন সে দেশেরই দুই শহর, তেল আভিভ এবং জেরুজালেমের মানুষ।

Continues below advertisement

কলকাতা: ৬ মাস হতে চলল, ১৩০ জন পণবন্দির মুক্তি এখনও বাকি। যুদ্ধের চূড়ান্ত ফয়সালা হচ্ছে কই? ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর ইস্তফা চেয়ে এবার বিক্ষোভে নামলেন সে দেশেরই দুই শহর, তেল আভিভ এবং জেরুজালেমের মানুষ। রবিবার সকাল পর্যন্ত যা খবর, তাতে তেল আভিভেই ১৬ জন প্রতিবাদীকে গ্রেফতার করা হয়। পরে এক ইজরায়েলি দৈনিক এক জনকে উদ্ধৃত করে লেখে, 'আমরা নিশ্চিত, আপনিই এই শান্তিচুক্তি হতে দিচ্ছেন না। আপনারাই, আমাদের এবং আমাদের পরিজনদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন।' সংঘর্ষবিরতি নিয়ে ইজরায়েল এবং হামাসের মধ্যে কথাবার্তা এখনও চূড়ান্ত হতে বাকি। আর এই জন্য দেশের প্রধানমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তোলেন বিক্ষোভকারীরা।

Continues below advertisement

প্রতিবাদ...
আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের দ্বারা ইজরায়েল-হামাসের গাজায় সাময়িক সংঘর্ষবিরতির জন্য আলোচনা চলছে। ইজরায়েলি প্রশাসনের হিসেব অনুযায়ী, সব মিলিয়ে ১৩৪ জন পণবন্দি এখনও গাজায় আটকে রয়েছেন। তাঁদের কেন গত কয়েক মাসেও ছাড়ানো গেল না? এই প্রশ্ন তুলেই প্রধানমন্ত্রী নেতানইয়াহুর ইস্তফার দাবিতে পথে নামেন তেল আভিভ এবং জেরুজালেমের বহু মানুষ। তেল আভিভের বিক্ষোভকারীদের মধ্যে পণবন্দিদের কয়েকজন আত্মীয়ও ছিলেন বলে খবর। এক বিক্ষোভকারীর বক্তব্য, 'আমরা দেখতে পাচ্ছি, ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ কীভাবে ওঁকে বার বার উৎসাহিত করছে। কোয়ালিশনের জন্য ওঁর উদ্বেগ আমাদের প্রিয়জনের ফিরে আসার বিষয়টি আটকে রেখেছে। সম্পূর্ণ ব্যর্থতা।' জেরুজালেমের প্রধানমন্ত্রী নেতানইয়াহুর বাড়ির সামনে আবার একদল জনতা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। এসবের মধ্য রবিবার লেবাননে হামাসের প্রতিনিধি জানান, এখনও পর্যন্ত সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা ফের শুরুর জন্য নতুন কোনও তারিখ ঠিক করা হয়নি।   

যুদ্ধের ছবি...
একদিকে যখন সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা চূড়ান্ত না করায় বিক্ষোভে ফেটে পড়েন ইজরায়েলের দুই শহরের বাসিন্দা, অন্য দিকে তখন গাজার সাংবাদিকদের শিবিরে হামলা চালিয়ে ২ জনকে শেষ করে ফেলার অভিযোগ উঠল ইজরায়েলের বিরুদ্ধে। অল-অকসা শহিদ হাসপাতালের চার দেওয়ালের মধ্যে সাংবাদিক ও বিপর্যস্ত শরণার্থীদের জন্য শিবির তৈরি করা হয়েছিল। অন্য দিকে, হেজবোল্লা অল-মানারায় ইজরায়েলের সেনার উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেখানে এক বিশাল সেনা-সমাবেশ হয়েছিল। একদিনে অন্তত ৭ বার হামলা চালিয়েছে লেবাননের এই জঙ্গিগোষ্ঠী। প্রসঙ্গত, গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় যে পাল্টা হামলা চলছে, তাতে এ পর্যন্ত ৩২ হাজার ৬৯৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ইজরায়েলের তরফে নিহতের সংখ্যা ১৪০০। 

আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলে ৬ বছরেই পাক-প্রধানমন্ত্রীর 'কুর্সিতে' মহম্মদ সিরাজ

 

Continues below advertisement
Sponsored Links by Taboola