হায়দরাবাদ: দেশের মধ্যে এই প্রথম রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষদের ট্র্যাফিক পুলিশ (transgender traffic troops) পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিল তেলঙ্গানা সরকার। শনিবার তেলঙ্গানা (Telangana) সরকারের তরফে ঘোষণা হয়েছে, সমাজ কল্যাণমূলক কর্মসূচির অঙ্গ হিসেবে রূপান্তরকামী মানুষদের প্রশিক্ষণ দিয়ে ট্র্যাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হবে।


আরও পড়ুন: Supreme Court on CBI: তখন ছিল UPA, এখন NDA, CBI-কে ফের 'খাঁচাবন্দি তোতা' কটাক্ষ সুপ্রিম কোর্টের


এপ্রসঙ্গে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ঘোষণা করেন, রূপান্তরকামী মানুষদের মধ্যে যোগ্যদের শনাক্ত করে নিয়োগ করা হবে। তারপর তাঁদের বিশেষ ভাবে প্রশিক্ষণ দিয়ে হায়দরাবাদের ট্র্যাফিক পুলিশকে সাহায্য করার জন্য নিযুক্ত করা হবে। 


তেলঙ্গানা সরকারের আধিকারিকদের সূত্রে জানা গেছে, রূপান্তরকামীদের ট্র্যাফিক সামলানোর দায়িত্ব দেওয়ার উদ্দেশ্য হল একটি বঞ্চিত সম্প্রদায়ের মানুষদের স্থিতিশীল সরকারি কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি রাস্তায় মৃসণভাবে যান চলাচলের বন্দোবস্ত করা।


আরও পড়ুন: Indian Air Force: বায়ুসেনার তরুণী অফিসারকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতারির আগেই উইং কমান্ডারকে জামিন আদালতের, চার্জশিটেও না


ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে রূপান্তরকামী মানুষদের জন্য আলাদাভাবে ট্র্যাফিক পুলিশের ইউনিফর্ম তৈরি করা হচ্ছে। নিযুক্ত হওয়া রূপান্তরকামী মানুষদের অন্যান্য ট্র্যাফিক পুলিশদের মত মাইনে ও সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। রাজ্য প্রশাসন সূত্রে আরও জানা গেছে, প্রশিক্ষণের পর রূপান্তরকামী ট্র্যাফিক পুলিশ কর্মীদের হায়দরাবাদে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হবে।


তেলঙ্গানা সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রূপান্তরকামীদের এভাবে ট্র্যাফিক পুলিশ পদে নিয়োগ করার ঘটনা শুধু ভারতেই নয় বিশ্বেও প্রথম। এই সিদ্ধান্তের পিছনে দুটি প্রধান সামাজিক বিষয় হল প্রান্তিক শ্রেণির রূপান্তরকামী মানুষদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা ও শহরের ট্র্যাফিক সমস্যার সমাধান করা। 


প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের বিভিন্ন রাজ্যে রূপান্তরকামী মানুষদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকলেও এভাবে আলাদাভাবে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করেনি কেউ। তাই সবার সামনে তেলঙ্গানা সরকার একটি জ্বলন্ত উদাহরণ তৈরি করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Kajligarh Fort: ঐতিহাসিক দুর্গে ২ বছরে ৪৫টির বেশি গণধর্ষণ, জাম গেটের ঘটনায় ফিরল কাজলীগড়ের স্মৃতি