হায়দরাবাদ: কোভিড মোকাবিলায় নয়া পদক্ষেপ তেলেঙ্গানা সরকারের। রাজ্যের ১৯টি জেলায় ফ্রি কোভিড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখর রাও। ৯ জুন অর্থাৎ আগামী বুধবারই সেন্টারগুলো উদ্বোধন করবেন তিনি। জানানো হয়েছে, সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা মিলবে এই সেন্টারগুলোতে। কোভিড টেস্ট-সহ মোট ৫৭ ধরনের পরীক্ষার সুবিধা থাকবে প্রতিটি সেন্টারে। 


সূত্রের খবর, এই ১৯টি জেলা ছাড়াও ইতিমধ্যেই আরও কয়েকটি জেলার স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মেহেবুবনগর, নিজামাবাদ, সাঙ্গারেড্ডি, মেডক, জনাগম, মুলুগু, মেহবুবাবাদ, ভদ্রাদ্রি কোট্টাগুদেম, খাম্মাম, সিরিসিল্লা, নির্মল, করিমনগর, আদিলাবাদ, গাদোয়াল, আসিফাবাদসহ আরও কয়েকটি জায়গায় পরবর্তী ফ্রি কোভিড সেন্টার তৈরির কাজ শুরু করতেই সেখানকার স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি।



এ বিষয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রত্যন্ত গ্রামগুলোতে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। এই কোভিড আবহে সরকারের এই উদ্যোগে মানুষ উপকৃত হবেন এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে বলেই আশাবাদী তেলেঙ্গানা সরকার। পাশাপাশি এদিন কে চন্দ্র শেখর রাও আরও জানিয়েছেন, ইতিমধ্যেই সমস্ত সরকারির হাসপাতালের পরিকাঠামো উন্নত করা হয়েছে। 


কী কী সুবিধে থাকছে এই ল্যাবগুলোয়? জানানো হয়েছে, কোভিড পরীক্ষার পাশাপাশি এক্স-রে, রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, ব্লাড প্রেসার, ডায়াবেটিস, হার্টের বিভিন্ন পরীক্ষা, লিভার, কিডনির পরীক্ষা এবং থাইরয়েড-সহ একাধিক পরীক্ষা হবে এখানে।


উল্লেখ্য, কদিন আগেই তেলেঙ্গানায় ডাক্তারদের বয়কটের মুখে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল তেলেঙ্গানা সরকার। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে কোভিড ডিউটি বয়কট করেছিল রাজ্যের চিকিৎসক সংগঠন। যার জেরে সিনিয়র ডাক্তারদের বেতন ১৫ শতাংশ বাড়িয়ে দেয় কে চন্দ্রশেখর রাও-এর সরকার। আগামী দিনে নতুন নিয়ম অনুসারে সিনিয়রদের বেতন ৭০,০০০টাকা থেকে ৮০,৫০০ টাকা হবে।