সামনে পিছনে পর্যটকবোঝাই গাড়ি, মাঝখানে প্রাণপণে লড়ে যাচ্ছে দুই পূর্ণবয়স্ক বাঘ, দেখুন ভিডিও
ABP Ananda, Web Desk | 14 Jan 2020 10:25 PM (IST)
দেখা যাচ্ছে, জঙ্গলের সুঁড়িপথে আটকে পড়েছে পর্যটকদের দুটি গাড়ি। রয়েছেন বাঙালি পর্যটকরাও। আর দুই গাড়ির মাঝে মরণপণ লড়ে যাচ্ছে দুই পূর্ণবয়স্ক পুরুষ বাঘ।
কলকাতা: জঙ্গলে বেড়াতে গেলেই যে বাঘের দেখা মিলবে এমনটা নাও হতে পারে। বেশিরভাগ সময়েই বাঘ তো দূরের কথা, দু’একটা হরিণ, বাইসন দেখে সন্তুষ্ট হয়ে ফিরে আসতে হয় পর্যটকদের। কিন্তু ভারতেরই এক জঙ্গলে ভাগ্যবান একদল পর্যটক যে দৃশ্যের সম্মুখীন হলেন তা ভাবলে চমকে উঠতে হয়। ভিডিওটি এ দেশের কোনও জঙ্গলের। পোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান। দেখা যাচ্ছে, জঙ্গলের সুঁড়িপথে আটকে পড়েছে পর্যটকদের দুটি গাড়ি। রয়েছেন বাঙালি পর্যটকরাও। আর দুই গাড়ির মাঝে মরণপণ লড়ে যাচ্ছে দুই পূর্ণবয়স্ক পুরুষ বাঘ। অন্যদিকে তাকানোর সময় নেই তাদের। গর্জনে কেঁপে উঠছে গোটা জঙ্গল। দেখুন সেই ভিডিও