নয়াদিল্লি: মাত্র ২ ঘণ্টায় এবার জানা যাবে রোগী কোভিড-১৯ আক্রান্ত কি না। এমনই টেস্ট কিট আবিষ্কার করে ফেললেন কেরলের গবেষকরা। যার মূল্য চলতি টেস্ট কিটের থেকে অনেকটাই কম। শুক্রবার এ কথা জানানো হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। একটি মেশিনে সিঙ্গল ব্যাচে ৩০ টি নমুনা পরীক্ষা করা যাবে।

তিরুঅনন্তপুরমের শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এই টেস্ট কিট আবিষ্কার করেছে। এই কিটে মাত্র ১০ মিনিটে নমুনা পরীক্ষা হবে। ফলাফল জানা যাবে মাত্র ২ ঘন্টায়। ট্যুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি লিখেছেন, ভাইরাসের অস্তিত্ব দ্রুত নির্ধারণ করতে পারা এই কিট বিশ্বের প্রথম সারির কয়েকটির মধ্যেই পড়বে কিংবা এটাই বিশ্বের প্রথম এই ধরনের কিট।
এই কিট কাজে লাগিয়ে আরও দ্রুত কোভিড-১৯ টেস্ট করা যাবে, আশা স্বাস্থ্যমন্ত্রকের।

করোনায় ভারতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮০ তে। করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪,৩৭৮ এবং সুস্থ হয়েছেন ১,৯৯২ জন। অন্যদিকে করোনায় মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০০, আক্রান্ত ৩,৩২৩ জন।