সৌভিক মজুমদার, কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টে স্বস্তি রাজ্য সরকারের।  শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনও আইনি বাধা রইল না। 


শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল সিঙ্গল বেঞ্চ, তা খারিজ করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আগামী ২ সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে। নিয়োগ প্রক্রিয়াও শুরু হতে পারে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।


গত মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রাথমিকে ১৫ হাজারের বেশি শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ শুরু হবে। 


এরপরই প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা সংসদ।  সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন চাকরিপ্রার্থী।  তাঁরা অভিযোগ করেন, প্রাথমিকে যে নিয়োগের কথা বলা হচ্ছে, তার কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি। এসএমএস বা ফোন করে প্রার্থীকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে। 


কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলার শুনানির পর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সিঙ্গল বেঞ্চ।  সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার।  তার প্রেক্ষিতেই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে খারিজ করে নিয়োগের পথ পরিষ্কার করল ডিভিশন বেঞ্চ। এর ফলে ভোটের মুখে প্রাথমিকে ১৫ হাজার  ২৮৪টি শিক্ষকপদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ, তাতে আর বাধা রইল না।