নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মঙ্গলবারের সকালের দেশবাসীর উদ্দেশ্যে ভাষণের আগে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর ভিডিও বার্তার প্রসঙ্গ তুলে তাঁকে শরীরের দিকে নজর দিতে বললেন বিজেপি সভাপতি জে পি নড্ডা। সারা দেশে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার আগে সনিয়া আজ সকালে এক ভিডিও বার্তায় জানান, ক্ষমতায় থাকুক বা না-থাকুক, তাঁর দল কোভিড ১৯ সংক্রমণ রোধে জনগণের পাশে থাকবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে। করোনাভাইরাস বিরোধী লড়াইয়ে কংগ্রেসের সমর্থন সুনিশ্চিত করার বার্তা দেন তিনি।

মোদির ভাষণ হয়ে যাওয়ার পর নড্ডা ট্যুইট করে লেখেন, ধন্যবাদ সনিয়াজি, আপনার স্বাস্থ্য়ের দিকে খেয়াল রাখবেন! রাজনৈতিক মহলের অভিমত, এই সংক্ষিপ্ত মন্তব্য়ের মধ্যে বিজেপি সভাপতির শ্লেষ, খোঁচা আছে সনিয়ার প্রতি।
সনিয়া তাঁর বার্তায় এও বলেন, প্রত্যেকের সমর্থন, মদত ছাড়া করোনাভাইরাসের বিরুদ্দে লড়াইয়ে জয় সম্ভব হবে না। দেশবাসীকে ঘরের ভিতরে নিরাপদে থাকার, লকডাউনের নিয়মবিধি অক্ষরে অক্ষরে মেনে চলারও আবেদন করেন। কিন্তু, সূত্রের খবর, বিজেপির ভিতরে অনেকের অভিমত, প্রধানমন্ত্রীর ভাষণের আগে সনিয়ার ভিডিও বের করে মন্তব্য করা এড়ানো উচিত ছিল।
তবে নড্ডা কংগ্রেস অন্তর্বর্তী সভানেত্রীকে নিশানা করেছেন এর আগেও। সঙ্কটের সময় দেশ যখন একজোট, তখন সনিয়া রাজনীতি করছেন বলে অভিযোগ করেও তাঁকে বিঁধেছেন তিনি।