গুয়াহাটি: দ্য বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অসম (এসইবিএ) এ বছরের হাইস্কুল লিভিং সার্টিফিকেট (এইচএসএলসি)/অসম হাই মাদ্রাসা (এএইচএম) পরীক্ষার সূচি ঘোষণা করল। পরীক্ষা হবে এ বছরের ১১ মে থেকে ১ জুন পর্যন্ত। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে পরীক্ষা। দুপুরের পরীক্ষা দেড়টায় শুরু হবে এবং চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত।


পরীক্ষার সূচি অনুযায়ী, প্রথমদিন ১১ মে, মঙ্গলবার ইংরাজি পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে। পরের পরীক্ষা ১৩ মে, বৃহস্পতিবার। এদিন অসমিয়া পরীক্ষা। এই পরীক্ষাও শুরু হবে সকাল ৯টা থেকে। ১৫ মে, শনিবার উড ক্র্যাফট, রিটেল ট্রেড এনএসকিউএফ, আইটি/আইটিইএস এনএসকিউএফ, প্রাইভেট সিকিওরিটি এনএসকিউএফ, হেলথ কেয়ার এনএসকিউএফ, অ্যাগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার এনএসকিউএফ, ট্যুরিজম অ্যান্ড হসপিটাল এনএসকিউএফ, পরীক্ষা হবে। এদিনের পরীক্ষাও শুরু হবে সকাল ৯টা থেকে। ১৭ মে সকাল ৯টা থেকে শুরু হবে অঙ্ক পরীক্ষা। মিউজিক, ডান্স, ওয়েভিং টেক্সটাইল হবে ১৮ মে। দুপুর ১:৩০ টা থেকে শুরু হবে পরীক্ষা। ১৯ মে সকাল ৯টা থেকে শুরু হবে সাঁওতালি, মণিপুরি পরীক্ষা। পরের পরীক্ষা ২১ মে। সকাল ৯টা থেকে হবে ইংরাজি। ২২ মে দুপুর ১:৩০ টা থেকে হবে ফাইন আর্টস পরীক্ষা। ২৫ মে সাধারণ বিজ্ঞান পরীক্ষা। শুরু হবে সকাল ৯টা থেকে। ২৯ মে সকাল ৯টা থেকে সমাজ বিজ্ঞান পরীক্ষা। এরপরের পরীক্ষা ৩১ মে। সকাল ৯টা থেকে শুরু হবে হিন্দি, আরাবিক সাহিত্য, গার্মেন্টস ডিজাইন। ১ জুন হবে সংস্কৃত, আরাবিক, পারসি, অ্যাডভান্সড ম্যাথ, ইতিহাস, ভূগোল, হোম সায়েন্স, নেপালি, কম্পিউটার সায়েন্স, বাংলা পরীক্ষা। সকাল ৯টা থেকে শুরু হবে পরীক্ষা। দিশা সাইকোমেটরিক পরীক্ষা হবে ২ জুন।


মিউজিক, ফাইন আর্টস, কম্পিউটার সায়েন্স, গার্মেন্টসের প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে ৪ মার্চ। শুরু হবে সকাল ৯টায়। শেষ হবে দুপুর ১২টায়। ডান্স, ওয়েভিং টেক্সটাইল ডিজাইন, উড ক্রাফ্ট, হোম সায়েন্স, প্রাইভেট সিকিওরিটি এনএসকিউএফ, হেলথ কেয়ার এনএসকিউএফ, অ্যাগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার এনএসকিউএফ, ট্যুরিজম অ্যান্ড হসপিটাল এনএসকিউএফ প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে ৫ মার্চ। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা হবে।


অসমের দ্য বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জানিয়েছে প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে অতিরিক্ত ৫ মিনিট সময় দেওয়া হবে। সকাল ৯টার পরীক্ষার ক্ষেত্রে ৮:৫৫ তে পরীক্ষা শুরু করা যাবে। ১:৩০ টার পরীক্ষার ক্ষেত্রে ১:২৫-এ পরীক্ষা শুরু করা যাবে। যাতে পরীক্ষার্থীরা প্রশ্ন পড়ার জন্য তাই এই ব্যবস্থা বলে জানিয়েছে বোর্ড। অফিসার ইন চার্জ প্রশ্নপত্র বন্টন করবেন।