সিঙ্গাপুর: লকডাউন চলুক আর না চলুক, সাঁতার কাটতেই হবে। সে জন্য যথেচ্ছ পয়সা খরচে কোনও আপত্তি নেই। তাই মাসে ৭,০৪০ ডলারে একটি সুইমিং পুল ভাড়া করে ফেললেন সিঙ্গাপুর প্রবাসী এক ইংরেজ। লকডাউনের কড়াকড়িতে নিজের অ্যাপার্টমেন্টের সার্বজনীন সুইমিং পুল ব্যবহার করতে পারছিলেন না তিনি। অগত্যা ভাড়া নেওয়া।
ভদ্রলোক প্রথমে চেয়েছিলেন, সিঙ্গাপুরের দক্ষিণ উপকূলে সেন্তোসা কোভে এলাকায় ৩০ মিলিয়ন সিঙ্গাপুরিয়ান ডলারের গোটা বাংলোটি লিজ নিতে। কিন্তু তাহলে মাসে গুণতে হত ৩০,০০০ সিঙ্গাপুরী ডলার, যা তাঁর পক্ষেও বেশ বেশি। যে সংস্থা তাঁর জন্য এই বাংলো জোগাড় করে তার এজেন্ট তাঁকে প্রশ্ন করেন, তাঁর এখনকার অ্যাপার্টমেন্টে কি জায়গার অভাব, নতুন বাংলো খুঁজছেন কেন? জবাবে তিনি বলেন, আর কিছু না, তিনি শুধু সুইমিং পুল ব্যবহার করতে চান!
সিঙ্গাপুরে আংশিক লকডাউন চতুর্থ সপ্তাহে পড়েছে, করোনার প্রকোপ কমাতে তা বাড়ানো হয়েছে ১ জুন পর্যন্ত। বাইরে ঘোরাঘুরি পুরোপুরি বন্ধ, ফলে স্পোর্ট হল বা জিম- কেউ কোথাও যেতে পারছেন না। কারণ ছাড়া রাস্তায় বার হলে বসছে জরিমানা, এমনকী জেলও হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে ওয়ার্ক পারমিট। কিন্তু যেহেতু ওই ব্রিটিশ শুধু পুলটি ব্যবহার করতে চান, তাই এজেন্ট ভদ্রলোক বাংলো মালিকের সঙ্গে একটি বোঝাপড়ায় আসেন। ঠিক হয়, দুটি শর্তে তিনি শুধু পুল ও বাগান ভাড়া নিতে পারবেন। প্রথমত, ভাড়া দেওয়া হবে ৩ মাসের জন্য ও দ্বিতীয়ত, যদি অন্য কেউ গোটা বাংলো ভাড়া নিতে চান, তবে এই চুক্তি বাতিল করা হবে। রবিবার এ নিয়ে চুক্তি সই করেছেন তাঁরা।
বাড়িটিতে সদর দরজা দিয়ে ঢোকা সম্ভব নয়। তাই ওই ব্যক্তি ও তাঁর পরিবার ভেতরে ঢুকছেন পাশের একটি দরজা দিয়ে। এ ধরনের বাগান ও পুল ভাড়া চেয়ে আরও অনুরোধ এসেছে বলে ওই এজেন্ট জানিয়েছেন।
লকডাউনেও কাটতেই হবে সাঁতার, সিঙ্গাপুরে ৭,০০০ ডলারে সুইমিং পুল ভাড়া করলেন এই ইংরেজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2020 08:11 PM (IST)
সিঙ্গাপুরে আংশিক লকডাউন চতুর্থ সপ্তাহে পড়েছে, করোনার প্রকোপ কমাতে তা বাড়ানো হয়েছে ১ জুন পর্যন্ত। বাইরে ঘোরাঘুরি পুরোপুরি বন্ধ, ফলে স্পোর্ট হল বা জিম- কেউ কোথাও যেতে পারছেন না।
ফাইল ছবি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -