কলকাতা: কয়লাকাণ্ডে ফের বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই।  আজ ফের বিকাশ মিশ্রকে তলব করা হল। এই নিয়ে তৃতীয়বার তাঁকে তলব করা হল।  এর আগে গরু পাচারকাণ্ডে বিকাশের দাদা বিনয় মিশ্রকে তলব করেছিল সিবিআই। কিন্তু তিনি হাজিরা দেননি।  যুব তৃণমূল নেতা বিনয়ের ভাই বিকাশকে এর আগে দু’বার গরু পাচারকাণ্ড ও কয়লা কেলেঙ্কারি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।


এরইমধ্যে আজ সিবিআই দফতরে গরু পাচারকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিলেন রঘুনাথপুরের আইসি সঞ্জয় চক্রবর্তী। এর আগে কয়লাকাণ্ডে আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। গত সোমবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার তথাগত বসু।  তিনি হুগলির জেলাশাসক ছিলেন।

উল্লেখ্য, গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের কাছে চিঠি পাঠিয়ে সময় চেয়েছিলেন যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র। সূত্রের খবর, ১৯ তারিখ পর্যন্ত সময় চেয়েছেন তিনি। গরু পাচারকাণ্ডে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রকে ১৫ ও ১৬ তারিখ হাজিরার নির্দেশ দেয় সিবিআই। তার প্রেক্ষিতেই বিনয় মিশ্র সময় চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু তারপরেও বেপাত্তা বিনয় মিশ্র। গত সপ্তাহে গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রর ভাই বিকাশকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তারপরই বিকাশকে কয়লা পাচারকাণ্ডেও জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তলব করা হয়।  যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র বারবার তলব করা সত্ত্বেও সিবিআই দফতরে এখনও হাজিরা দেননি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে  গত সপ্তাহে জানা যায়, তিনি না এলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নিতে পারে সিবিআই।