মুম্বই : এবার হুমকির মুখে পড়লেন দ্য কেরালা স্টোরি-র (The Kerala Story) এক কলাকুশলী। ছবির পরিচালক সুদীপ্ত সেন (Sudipta Sen) মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ দ্য কেরালা স্টোরি-র ওই কলাকুশলীকে অজানা নম্বর থেকে ফোন করে বলা হয়, এই ছবি তৈরি করে ভাল কাজ করেননি ছবির নির্মাতা এবং কলাকুশলীরা। ওই কলাকুশলীকে বাড়ি থেকে একা না বেরোনোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ওই কলাকুশলীর নিরাপত্তার ব্যবস্থা করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)। 


এই মুহূর্তে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে দ্য কেরালা স্টোরি সিনেমা। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) দ্য কেরালা স্টোরি। কেরল হাইকোর্ট ছবির মুক্তিতে স্থগিতাদেশের আর্জি খারিজ করায়, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা। ১৫ মে শুনানি। পাশাপাশি মধ্যপ্রদেশের পর এবার উত্তরপ্রদেশ (Uttarpradesh)। বিজেপি (BJP)-শাসিত আরও একটি রাজ্যে করমুক্ত হল দ্য কেরালা স্টোরি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ও তাঁর ক্যাবিনেট মন্ত্রীদের ছবি দেখার জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। 


সোমবার নবান্নে 'দ্য কেরালা স্টোরি'র বিরুদ্ধে জাত-পাতের রাজনীতির পাশাপাশি কোনও একটি সম্প্রদায়কে হেনস্থার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারপরই দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুতে (TamilNadu) আগেই ছবির প্রদর্শন বন্ধ রেখেছেন মাল্টিপ্লেক্সের মালিকরা। আর এবার, পশ্চিমবঙ্গে 'দ্য কেরালা স্টোরি' ছবি নিষিদ্ধ হওয়া নিয়ে জল গড়িয়েছে রাজনীতির ময়দানে। একের পর এক ট্যুইটে রাজ্য সরকারের সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। ছবি নিষিদ্ধ করার প্রতিবাদে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। দু-দিন আগেই কর্ণাটকের ভোট-প্রচারে 'দ্য কেরালা স্টোরি'র প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendrs Modi)।


আরও পড়ুন- বারবার শাসকের রোষানলে সিনেমা, হারবার্ট, পরজানিয়া থেকে আঁধি, তালিকা দীর্ঘ...


বাংলায় দ্য কেরালা স্টোরির (The Kerala Story) প্রদর্শন ব্যান হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা শুভেন্দু অধিকারীর। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ট্যুইটে লিখেছেন, যতদূর জানি, কেরলে কীভাবে মৌলবাদী ধর্মগুরুরা মহিলাদের মগজধোলাই করেন, তা নিয়ে তৈরি হয়েছে দ্য কেরালা স্টোরি। এখানে দেখানো হয়েছে, কীভাবে কেরলে মহিলাদের ধর্মান্তরিত করে আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়ায় জঙ্গি সংগঠন ISIS-এর হয়ে যুদ্ধ করতে পাঠানো হয়। এই ছবিটি ISIS এবং তার জঙ্গি কার্যকলাপের বিপক্ষে।


আরও পড়ুন- অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না