নয়াদিল্লি: কোভিড আবহে কালোবাজারি রুখতে অ্যাম্বুলেন্সের ভাড়া বেঁধে দিল নয়ডা প্রশাসন। সম্প্রতি একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, 'অক্সিজেন নেই এমন অ্যাম্বুলেন্সের প্রথম ১০ কিলোমিটারে ভাড়া হবে ১০০০ টাকা। এবং পরবর্তীতে প্রতি কিলোমিটারে ১০০ টাকা চার্জ করতে পারবে অ্যাম্বুলেন্স।'
পাশাপাশি বলা হয়েছে, 'অক্সিজেনযুক্ত অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে প্রথম ১০ কিলোমিটারে ভাড়া হবে ১৫০০ কিলোমিটার। এবং এ ক্ষেত্রেও প্রতি ১০ কিলোমিটারে ১০০ টাকা ভাড়া বাড়বে।'
নির্দেশিকায় অনুযায়ী, যে অ্যাম্বুলেন্সে বাইপ্যাপ এবং ভেন্টিলেটর সাপোর্ট রয়েছে সেই অ্যাম্বুলেন্সের ১০ কিলোমিটারের ভাড়া হবে ২৫০০টাকা। এবং পরবর্তী প্রতি কিলোমিটার পিছু ২০০ টাকা দাম ধার্য করা যাবে।
এর আগেও নয়ডায় অ্যাম্বুলেন্সের অতিরিক্ত দাম নিয়ে অভিযোগ ওঠে। অ্যাম্বুলেন্স না পেয়ে ২৪ ঘণ্টায়বহু রোগীর মৃত্যুর খবর সামনে এসেছে। পরপর একাধিক অভিযোগের ভিত্তিতেই তৎপর হয় প্রশাসন। অভিযোগ উঠেছিল মাত্র ৫ কিলোমিটার যেতেই ২০০০-৫০০০টাকা ভাড়া নিচ্ছিল অ্যাম্বুলেন্সগুলি। আর এরপরেই স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় পরিস্থিতি খতিয়ে দেখার। অ্যাম্বুলেন্স, ওষুধ এবং অক্সিজেন বিক্রেতাদের ওপরেও কড়া নজর রাখা হয়েছে।
উল্লেখ্য, গোটা দেশের পাশাপাশি নয়ডাতেও করোনা পরিস্থিতি একইরকম। গত ২৪ ঘণ্টায় ১১৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন নয়ডায়। সংক্রমিত হয়ে প্রাম হারিয়েছেন ১১ জন।
সংক্রমণ লাগামছাড়া, তাই রুখতে উত্তরপ্রদেশে আরও একবার বাড়ানো হল লকডাউনের মেয়াদ। ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে 'করোনা কার্ফু'। এর আগে ১০ মে সকাল সাতটা পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। গতকাল উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব নভনীত সেহগাল জানিয়েছেন এ কথা।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের করোনা টিকা করণেপ লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে। আজ রাজ্যে ১৭ নগর নিগম ও নয়ডায় এই বয়সের লোকজনদের করোনা টিকা করণ হবে। এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের সাত জেলায় ১ মে থেকে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। সোমবার থেকে এই অভিযানে যুক্ত হচ্ছে আরও ১১ টি জেলা।