উজ্জ্বল মুখোপাধ্যায়, অযোধ্যা: এক স্কোয়ার ফুট (Square Feet) জমির দাম পনেরো হাজার টাকা। রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধনকে কেন্দ্র করে অযোধ্য়ায় এখন আকাশছোঁয়া জমির দাম। যেখানে সাড়ে চোদ্দ কোটি টাকায় জমি কিনেছেন অমিতাভ বচ্চন। পাশাপাশি, উঠছে জমিদাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগও।
আর, মাত্র দু-দিন! প্রাণ-প্রতিষ্ঠার অপেক্ষায় রামলালার মূর্তি। তার আগে সেজে উঠেছে অযোধ্যা। এখন অযোধ্যায় জমি কেনার হিরিক। হু হু করে বাড়ছে জমির দাম। কার্যত সোনার দরে বিরোচ্ছে অযোধ্যার জমি। চিকিৎসক হরিশ্চন্দ্র গুপ্তা। বাড়ি অযোধ্যায়। দীর্ঘদিন SSKM মেডিক্য়াল কলেজে পড়িয়েছেন। এখন, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (Uttarbanga Medical College) কর্মরত। দীর্ঘদিনের ইচ্ছে ছিল অযোধ্যায় (Ayadhya) একটি হাসপাতাল তৈরি করার। কিন্তু, এখন জমির দাম শুনে কার্যত মাথায় হাত এই চিকিৎসকের। অযোধ্যায় এখন ১ স্কোয়ার ফুট জমির দাম ১২ হাজার টাকা! হ্য়াঁ ঠিকই শুনেছেন!
তৈরি হয়েছে ধর্মপথ: রাস্তা তৈরির জন্য মন্দির লাগোয়া এলাকায় জমি অধিগ্রহণ করেছে সরকার। তৈরি হয়েছে ধর্মপথ। এর জন্য, অনেকের দোকান-বাড়ি ভাঙা পড়েছে। অনেককে আবার দোকার বা বাড়ি ছোট করতে হয়েছে। কিন্তু, অভিযোগ, এখন যেভাবে জমির দাম বাড়ছে, সেই অনুপাতে ক্ষতিপূরণ তাঁদের দেওয়া হয়নি। ধর্মপথ লাগোয়া এই বাড়িটির কিছু জমিও অধিগ্রহণ করা হয়েছে। এই বাড়ির বাসিন্দাদেরও অভিযোগ, তাঁরা কম টাকা পেয়েছেন।
জমি কিনেছেন অমিতাভ বচ্চন: অযোধ্য়ায় এখন যাঁর জমি আছে তিনিই ধন কুবের! মন্দির শুরু হওয়ার পর জমির দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে, আরও বাড়ছে, কয়েকশো গুণ বাড়ছে। এরইমধ্য়ে অযোধ্যায় রাম মন্দিরের অদূরেই জমি কিনেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। রাম মন্দির থেকে অমিতাভের জমির দূরত্ব মাত্র ১৫ মিনিট। বিমানবন্দর (Airport) থেকেও মাত্র আধ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে। শোনা যাচ্ছে অমিতাভ বচ্চনের কেনা জমির আয়তন ১০,০০০ স্কোয়ার ফিট। দাম আনুমানিক সাড়ে ১৪ কোটি টাকা। নরেন্দ্র মোদির হাতে রাম মন্দিরের উদ্বোধনের দিন অমিতাভ বচ্চনকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন: Ram Mandir Inauguration: কাঠামো তৈরির ইট থেকে ফুলের সাজ, রামমন্দির চত্বরে বাংলার ছোঁয়া