লন্ডন: ২০১৯ বিশ্বকাপ জেতার বিশেষ ইচ্ছে ছিল না মহেন্দ্র সিংহ ধোনির। তাঁর শুধু চেষ্টা, দলের রান রেট ভাল রাখার, শেষ মুহূর্তে লড়াই করে ম্যাচ বার করার নয়। বললেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ২০১৯ বিশ্বকাপে ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মার পারফরম্য়ান্স কাটাছেঁড়া করেছেন তিনি।

বেন একটি বই প্রকাশ করেছেন, নাম অন ফায়ার। তাতে গত বিশ্বকাপজয়ী ইংল্যান্ড টিমের সবকটি ম্যাচ বিশ্লেষণ করেছেন তিনি। বার্মিংহামে ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে বেন লিখেছেন, যেভাবে ভারতীয় ব্যাটসম্যানরা ম্যাচটি খেলেছিলেন তাতে তিনি বেশ অবাক হন। বিশেষ করে এমএস ধোনির পারফরম্যান্স তাঁকে বিস্মিত করে। ম্যাচটি ৩১ রানে জিতেছিল ইংল্যান্ড। স্টোকসের বক্তব্য, ভারত অনায়াসে জিততে পারত, যদি ধোনি আর কয়েকটা বাউন্ডারি মারতেন।

তিনি লিখেছেন, ধোনি ব্যাট করতে আসেন যখন, তখন ভারতের দরকার ১১ ওভারে ১১২। যেভাবে তিনি খেলছিলেন তা বিস্ময়জনক। ৬ মারার থেকে তাঁর বেশি আগ্রহ ছিল সিঙ্গলস নিতে। এমনকী যখন বারো বল বাকি, তখনও ভারত ম্যাচটা জিততে পারত। কিন্তু ধোনি বা তাঁর সঙ্গী কেদার যাদবের ম্যাচ জেতার তেমন বা আদৌ ইচ্ছেই ছিল না। জয় যদি একটুও নাগালে থাকে, তবে তো আপনার মরিয়া হয়ে শেষ চেষ্টা করার কথা।

৩১ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন সেদিন ধোনি। স্টোকস লিখেছেন, তাঁদের দলে একটা কথা প্রচলিত আছে, যে ধোনি বরাবর একরকম খেলে। যদি ভারত ম্যাচ জিততেও না পারে, তাহলেও চেষ্টা করে, ভারতের রানরেট মোটামুটি ভাল রাখার। ম্যাচ জেতার জন্য শেষ ওভার পর্যন্ত ক্রিজে থাকার চেষ্টা করে ও কিন্তু বিশেষ করে পছন্দ করে, টার্গেটের যতটা সম্ভব কাছাকাছি পৌঁছে যাওয়ার, ম্যাচ যদি হাত ফসকেও যায়। ওই ম্যাচে বিরাট আর রোহিতের মত অসাধারণ ব্যাটসম্যানও তেমন রান পাননি। ২৭ ওভারে মাত্র ১৩৮ করতে পারেন তাঁরা। এর জন্য দায়ী ইংল্যান্ডের দুই বোলার ক্রিস ওয়াকেস ও জোফ্রা আর্চারের অসাধারণ বোলিং।

ইংল্যান্ড ম্যাচ হারের জন্য ঘুরিয়ে বিরাট-রোহিতকেই দায়ী করেছেন স্টোকস। বলেছেন, যেভাবে তাঁরা খেলছিলেন তা রহস্যময়। তাঁর কথায়, আমি জানি, আমরা ওই সময়টা দুর্দান্ত বল করেছি কিন্তু ওরা যেভাবে খেলছিল তা অদ্ভুত। ওদের জন্যই ম্যাচটায় অত পিছিয়ে যায় ভারত। আমাদের দলের ওপর চাপ বাড়ানোর চেষ্টাই করেনি ওরা। শুধু হাওয়ার সঙ্গে চলছিল, ফলে আমাদের পক্ষে কাজটা সহজ হয়ে যায়। স্টোকস লিখেছেন।