মুম্বই: কো-উইন অ্যাপে সমস্যার জেরে মহারাষ্ট্রে বন্ধ হয়ে গেল টিকাকরণ কর্মসূচি। আগামীকাল পর্যন্ত বন্ধ থাকবে টিকাকরণ কর্মসূচি। শনিবার এই কথা জানায় বৃহন্মুম্বই পুরসভা। আর এর ২৪ ঘণ্টার পেরোনোর আগেই বদলে গেল ছবি। আজ এবং আগামীকাল কোনও টিকাকরণ কর্মসূচি ছিল না বলে জানিয়ে দিল রাজ্য সরকার। রাজ্য সরকার জানিয়েছে, আজ রবিবার এবং আগামীকাল টিকাকরণের কোনও পরিকল্পনা ছিল না। ফলে তা স্থগিত হয়ে যাওয়ার প্রশ্ন উঠছে না বলে জানায় মহারাষ্ট্র সরকার। এদিন রাজ্য স্বাস্থ্য দফতর বিবৃতিতে লিখেছে, কোভিড ভ্যাকসিনের টিকাকরণের কোনও পরিকল্পনা ছিল না আজ, ১৭ জানুয়ারি এবং আগামীকাল ১৮ জানুয়ারি। সুতরাং বাতিল বা স্থগিত করার প্রশ্নই উঠছে না। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী, আগামী সপ্তাহে টিকাকরণ হবে। আগে বৃহন্মুম্বই পুরসভা জানায় কো-উইন অ্যাপে সমস্যার জেরে বন্ধ থাকবে টিকাকরণ। কো-উইন অ্যাপের মাধ্যামে ডিজিটাল রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা যায়, অ্যাপে প্রযুক্তিগত সমস্যার জেরে বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু সেই প্রসঙ্গ না টেনে রাজ্য সরকার জানিয়ে দিল এই দুইদিন টিকাকরণের কোনও পরিকল্পনা ছিল না। মহারাষ্ট্রের মরঠওয়ারায় ৩৯০০ জন নাম রেজিস্ট্রেশন করেছিলেন। যার মধ্যে প্রথমদিন ভ্যাকসিন নিয়েছেন ২৮১০ জন। সূত্রের খবর, যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অ্যালার্জি, জ্বর হয়েছে। তবে কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি। রিপোর্ট অনুযায়ী, ঔরাঙ্গাবাদে রেজিস্ট্রেশন করেছিলেন ১০০০ জন। তার মধ্যে ৬৪৭ জন টিকা নিয়েছেন। হিঙ্গোলিতে ২০০ জন ভ্যাকসিন নিয়েছিলেন। জালনায় ৪০০ জনের মধ্যে ২৮৭ জন ভ্যাকসিন নিয়েছেন। বিডে ৫০০ জনের মধ্যে টিকা নিয়েছেন ৪৫১ জন। লাটুরে নাম নথিভুক্ত করেছিলেন ৬০০ জন। ভ্যাকসিন পেয়েছেন ৩৭৯ জন। ওসমানাবাদে ৩০০ জনের মধ্যে ভ্যাকসিন নিয়েছেন ২৩১ জন। নানদেদে ৫০০ জনের মধ্যে টিকা নিয়েছেন ২৬২ জন।