নয়াদিল্লি: কৃষক আন্দোলনের সমর্থনে পাশে দাঁড়িয়েছেন বিশ্বের বিখ্য়াত পপ তারকা থেকে পরিবেশকর্মী। কিন্তু কৃষক আন্দোলন নিয়ে তারকাদের অতিসক্রিয়তা মোটেই ভাল চোখে দেখছে না রাজধানী। তা স্পষ্ট করে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রীর মতে, এই বিষয়ে তাঁরা বিশেষ কিছু জানেন না, বা জানা তাঁদের দায়িত্বও নয়।

সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ট্যুইট প্রসঙ্গে  সংবাদমাধ্যমে এস জয়শঙ্কর বলেন, সবার সামনে যা উঠে এসেছে তা যথেষ্ট। তাঁর কথায় অনেক কিছুই প্রকাশিত হয়েছে। অপেক্ষা করতে হবে এবং আরও কী বেরিয়ে আসে তা দেখতে হবে। তিনি বলেন, "আমাদের খতিয়ে দেখতে হবে ঠিক কী কী প্রকাশ পেয়েছে। অনেক তারকাই এই বিষয়ে মুখ খুলেছেন। তাঁরা অনেকেই এই বিষয়ে অবগত নন।''

উল্লেখ্য, সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ যে টুলকিট শেয়ার করেছেন, তা ট্র্যাক করতে গুগলের সঙ্গে যোগাযোগ করল দিল্লি পুলিশ। যে লোকেশন থেকে ওই নথি তৈরি হয় ও টুইটারে আপলোড করা হয়, তার ইন্টারনেট প্রটোকল বা আইপি অ্যাড্রেস জানতে চেয়েছে তারা।

সংবাদ সংস্থা জানাচ্ছে, গুগল ডকে শেয়ার করা এই টুলকিট কারা লিখেছেন তা জানতে চায় দিল্লি পুলিশ। তাই যে জায়গা থেকে ওই টুলকিট আপলোড করা হয়, তার আইপি অ্যাড্রেস জানতে চায় তারা। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার প্রবীর রঞ্জন জানিয়েছেন, ওই টুলকিটের লেখকদের বিরুদ্ধে তাঁরা মামলা দায়ের করেছেন। তবে এফআইআরে কারও নাম উল্লেখ করা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের পরেই জানা যাবে, কারা ওই টুলকিট তৈরি করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তাই কারও নাম এখনও দেওয়া হয়নি। শুধু তাই নয়, প্রাথমি তদন্তে  দিল্লি পুলিশের অনুমান, এই টুলকিট ২৬ জানুয়ারি লালকেল্লা কাণ্ডে বড় ভূমিকা পালন করেছে। ওই ঘটনায় ৩০০ সোশাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নজর রাখছে দিল্লি পুলিশ।