১৮ দিন ছিল ভেন্টিলেটরে, করোনাকে পরাস্ত করল ৪ মাসের এই শিশু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jun 2020 11:06 AM (IST)
শিশুটি ভর্তি ছিল বিশাখা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। ডিস্ট্রিক্ট কালেক্টর বিনয় চাঁদ জানিয়েছেন, গতকাল সন্ধেয় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিশাখাপত্তনম: অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে ১৮ দিন ভেন্টিলেশনে থেকে মায়ের কোলে ফিরল ৪ মাসের একটি শিশু। অবশেষে করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে তার। শিশুটি ভর্তি ছিল বিশাখা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। ডিস্ট্রিক্ট কালেক্টর বিনয় চাঁদ জানিয়েছেন, গতকাল সন্ধেয় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মে মাসে লক্ষ্মী নামে পূর্ব গোদাবরী জেলার এক উপজাতি মহিলার করোনা সংক্রমণ ধরা পড়ে। পরে চিকিৎসকরা জানান, তাঁর কয়েক মাসের শিশুকন্যাটিও করোনা পজিটিভ। ২৫ মে তাকে বিশাখাপত্তনমের ভিআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ দিন ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চলে। অল্পদিন আগে চিকিৎসকরা ফের তার করোনা পরীক্ষা করেছেন। এবার ফল নেগেটিভ এসেছে। জানিয়েছেন বিনয় চাঁদ। গতকাল বিশাখাপত্তনমে ১৪ জনের শরীরে নতুন করে করোনা ধরা পড়েছে। সব মিলিয়ে এখানে আক্রান্ত ২৫২, মৃত ১।