কলকাতা: কর্তব্যে অবিচল। করোনার চোখে চোখ রেখে লড়াই চালাচ্ছেন ওরা। লড়তে লড়তে আক্রান্তও হচ্ছেন।


কলকাতা মেডিক্যাল কলেজে একের পর এক চিকিৎসক করোনা আক্রান্ত। সূত্রের খবর, অ্যাসিস্ট্যান্ট সুপার সুপর্ণা রায় করোনা এবং ডেঙ্গিতে আক্রান্ত। তিনি কলকাতা মেডিক্যালেই চিকিৎসাধীন।


করোনার কবলে কলকাতা মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগের প্রধান তপন নস্কর এবং কার্ডিওলজি বিভাগের প্রধান শান্তনু গুহ। প্রথম জন ভর্তি কলকাতা মেডিক্যালে কলেজে। অন্যজন ভর্তি বেসরকারি হাসপাতালে।


কিছুদিন আগেই রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি করোনা আক্রান্ত হন। এবার করোনার জালে তাঁর ছেলে, কলকাতা মেডিক্যালের হাউসস্টাফ অমৃতেশ।


বাবার মতো তাঁরও চিকিৎসা চলছে কলকাতা মেডিক্যাল কলেজে। এই পরিস্থিতিতে কোভিড চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে স্বাস্থ্য ভবনের কাছে আরও ২০ জন চিকিৎসক চেয়ে আবেদন জানিয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।


উদ্বেগ বেড়েছে চিকিৎসক ও রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজির শারীরিক অবস্থা নিয়ে। সূত্রের খবর, তাঁর শ্বাসকষ্ট বাড়ায় অক্সিজেন দেওয়া হচ্ছে। ফুসফুসে সংক্রমণও রয়েছে। কিছুদিন আগে মস্তিষ্কে অস্ত্রোপচার হয় নির্মল মাজির। সেখানে রক্তক্ষরণ হয়েছে বলে সূত্রের খবর।


করোনা সংক্রমণে মৃত্যুও হয়েছে বহু চিকিৎসকের। অক্টোবরের গোড়ায় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বা আইএমএ-এর দাবি করে, করোনা চিকিৎসা করতে গিয়ে এখনও অবধি সারা দেশে ৫১৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।