নয়াদিল্লি: চিনে নতুন একটিও করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায়নি ২৮ মে থেকে, এহেন খবরের প্রতিক্রিয়ায় পড়শী দেশকে তোপ হরভজন সিংহের। চিনকে করোনাভাইরাস ছড়ানোয় দায়ী করেছেন তিনি। পাশাপাশি চিন তার নিজের অর্থনীতি শক্তিশালী করতে গিয়ে বাকি প্রত্যেককে ভুগিয়ে মারার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন এই প্রাক্তন ক্রিকেটার। হরভজন ট্যুইট করেছেন, ওদের প্ল্যানটা হল সারা বিশ্বে এই করোনাভাইরাস ছড়িয়ে দাও। সবাই যখন এতে ভুগবে, তখন ওরা বসে বসে মজা দেখবে। সারা দুনিয়ার জন্য পিপিই কিট, মাস্ক বানিয়ে নিজেদের অর্থনীতিকে পুষ্ট করবে। #powerhungry হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তিনি।
শুক্রবারই চিনের ন্যাশনাল হেলথ কমিশন জানায়, দেশের মূল ভূখণ্ডের ৩১টি প্রদেশ স্তরের এলাকায়, জিনজিয়াং প্রোডাকশন ও কনস্ট্রাকশন কোরে নতুন করে একটিও নিশ্চিত, সন্দেহভাজন করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর খবর নেই। অবশ্য মূল ভূখণ্ডে বাইরে থেকে আসা লোকজনের ১৭৩৪টি করোনাভাইরাস সংক্রমণের খবরও রয়েছে। চিনে সব মিলিয়ে এপর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ৮২৯৯৫টি, মৃত্যু হয়েছে ৪৬৩৪ জনের, সুস্থ হয়ে উঠেছেন ৭৮২৯১ জন।