নদিয়া: পরিযায়ী শ্রমিকদের নিরাপদ রাখার জন্য কোয়ারেন্টাইন সেন্টার কোথায় হবে এ নিয়ে চিন্তিত জেলা প্রশাসনের সকলেই। সেদিকে নজর দিয়ে এগিয়ে এল নদিয়ার শান্তিপুরের গোপালপুরের পুরাতন মসজিদ কমিটি।
শান্তিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন মসজিদ এলাকাতে প্রায় হাজার খানেক মানুষের বাস। এদের অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের। পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে এগিয়ে আসে মসজিদ কমিটি। আলোচনার মাধ্যমে স্থির হয় এই মসজিদে রাখা হবে পরিযায়ী শ্রমিকদের।
মসজিদের এক পাশের একটি জায়গাতে সরকারি বিধি নিষেধ মেনে করা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। মসজিদের ভিতরে রয়েছে ৬ জনের একটি দল। প্রত্যেকেই মহারাষ্ট্র থেকে এখানে এসে রয়েছেন। তাদের সমস্ত রকম ব্যবস্থা যেমন আলো, পাখা, শৌচাগার সবকিছুই রয়েছে।
মসজিদের ইমাম মহম্মদ হাকিম জানান, মসজিদ কমিটির সেক্রেটারি,সভাপতি এবং পাড়ার বিভিন্ন মানুষের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে তারপর আমরা পরিযায়ী শ্রমিকদের থাকতে দিয়েছি। এবং তাদের জন্য আমরা সবরকম ব্যবস্থা করেছি।
শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক অজয় দে জানান, ৪টি ওয়ার্ড পিছু একজন কর্মীকে রাখা হয়েছে। যাতে কোনো অসুবিধায় না পড়েন, সেদিকে তাদেরকে দেখভাল করার জন্য। পরিযায়ী যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তারা এখানকার ব্যবস্থাপনায় যথেষ্টই খুশি।
পরিযায়ী শ্রমিক গিয়াসউদ্দিন শেখ বলেন, এখানে থাকতে পেরে যথেষ্টই খুশি আমরা। আমাদের থাকা-খাওয়া থেকে সমস্ত রকম ব্যবস্থাই করেছে মসজিদ কমিটি।