নয়াদিল্লি: জম্মু কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জঙ্গি খতম হয়েছে। আজ সকালে শুরু হয় এই সংঘর্ষ, এখনও থামেনি।
পুলিশ বলেছে, ৪ জন জঙ্গি ওই এলাকায় আটকে পড়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে, নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে সেনা, সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশ ঘিরে ফেলে কুলগামের মাঞ্জগাম এলাকা। শুরু হয় তল্লাশি। ভোর পৌনে ছটা নাগাদ জঙ্গিরা বাহিনীর ওপর গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলিতে নিকেশ হয় ৩ জঙ্গি।
গতকালই ৪ জঙ্গিকে গ্রেফতার করেন নিরাপত্তারক্ষীরা। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিবারুদ উদ্ধার হয়েছে।
কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ৩ জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2020 12:40 PM (IST)
আজ সকালে শুরু হয় এই সংঘর্ষ, এখনও থামেনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -