হরিয়ানা: নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে আগেই। হাতে সময়ও বেশি নেই। চলতি মাসের ২১-তারিখেই হরিয়ানায় ভোট, ফল ঘোষণা ২৪-এ।  এই পরিস্থিতিতে ভোটের টিকিট বন্টন নিয়ে কংগ্রেসে দ্বন্দ্ব প্রকাশ্যে। দলের শীর্ষনেতাদের বিরুদ্ধেই সরব হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সভাপতি ডঃ অশোক তানওয়ার। কোটি কোটি টাকায় বিধানসভার টিকিট বিক্রি করছে কংগ্রেস, অভিযোগ দলেরই বর্ষীয়ান নেতার। গুরুগ্রামের সোহনা আসনটি ৫ কোটি টাকায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ ডঃ তানওয়ারের। তাঁর আরও অভিযোগ, দল যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে সব অযোগ্যদের টিকিট দিচ্ছে।


তানওয়ার বলেন, “আমি দীর্ঘদিন ধরে পার্টির জন্য পরিশ্রম করেছি। কিন্তু যারা, ১৫ দিন আগে দলে যোগ দিয়েছে তাদের টিকিট দেওয়া হচ্ছে।” তাঁর আরও সংযোজন, “বিগত ৩ মাসে বিজেপি থেকে একাধিকবার প্রস্তাব দেওয়া হলেও আমি রাজি হইনি। দলের প্রতি একনিষ্ঠ রয়েছি। রণদীপ সিংহ সূরজেওয়ালার সঙ্গে আমার ব্যক্তিগত সমস্যা থাকলেও দলের কারণেই তা আমি দূরে সরিয়ে রেখেছি।”


উল্লেখ্য, হরিয়ানায় ভোটের টিকিট বন্টন নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে একাধিক কর্মী সমর্থকও। সনিয়া গাঁধীর বাড়ির সামনে অনেকে বিক্ষোভও দেখিয়েছেন। তাঁরা কাঠগরায় দাঁড় করিয়েছেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা গুলাম নবি আজাদকে। দলের পক্ষ থেকে হরিয়ানা কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকেই।