নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডে চার দোষী সাব্যস্তের শাস্তি দ্রুত কার্যকর করা হবে বলে খবর। সূত্র মারফৎ জানা গিয়েছে, চারজনকে একসঙ্গে ফাঁসি দিতে তিহাড় জেলে নতুন ফাঁসি-মঞ্চ তৈরি করা হচ্ছে। বর্তমানে একটি সময়ে একজনকে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত রয়েছে এই তিহাড় জেলে, যেখানে চার দোষীই বন্দি রয়েছে।
জেল সূত্রে খবর, ওই প্ল্যাটফর্ম বা ফাঁসি-মঞ্চ তৈরি করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জেলে একটি জেসিবি মেশিন(মাটি কাটার মেশিন) আনা হয়েছে। কারণ, ফাঁসিকাঠের নীচে একটি সুড়ঙ্গ করতে হয়। মাটি কেটে সেই সুড়ঙ্গ তৈরি করতেই ওই মেশিন আনা হয়েছে বলে খবর।
গত ১৮ তারিখ, তিহাড় জেল কর্তৃপক্ষ চারজনকে নোটিস দিয়ে জানিয়ে দেয়, সাতদিনের মধ্যে ক্ষমাপ্রার্থনার আবেদন করতে। নচেৎ, তা আর করা যাবে না। সেক্ষেত্রে ফাঁসির প্রক্রিয়া কার্যকর করতে আদালতের দ্বারস্থ হবে জেল কর্তৃপক্ষ। তখন, দোষীদের তরফে জানানো হয়, সুপ্রিম কোর্ট তাদের রিভিউ পিটিশন খারিজ করলেও, এখনও কিউরেটিভ পিটিশন সহ ক্ষমাপ্রার্থনা আবেদন করার সুযোগ রয়েছে। তারা তা নিতে চায়।
ওইদিনই, চারজনের মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখে পাতিয়ালা হাউসের বিশেষ আদালত। এরপরই আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বরের রাতে, রাজধানীতে চলন্ত বাসের মধ্যে পৈশাচিক হামলার শিকার হন ২৩ বছরের ‘নির্ভয়া’। এক নাবালক সহ ৬ জন মিলে তরুণীর ওপর পাশবিক অত্যাচার চালায়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নির্ভয়াকাণ্ড: চারজনকে একসঙ্গে শাস্তি দিতে তিহাড় জেলে তৈরি হচ্ছে নতুন ফাঁসির মঞ্চ
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jan 2020 03:51 PM (IST)
দোষীদের তরফে জানানো হয়, সুপ্রিম কোর্ট তাদের রিভিউ পিটিশন খারিজ করলেও, এখনও কিউরেটিভ পিটিশন সহ ক্ষমাপ্রার্থনা আবেদন করার সুযোগ রয়েছে। তারা তা নিতে চায়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -