নয়াদিল্লি: নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৪ খুনীর নতুন ফাঁসির দিন স্থির করতে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হতে চলেছে তিহার জেল কর্তৃপক্ষ। আজই নির্ভয়া কাণ্ডের অন্যতম দোষী বিনয় শর্মার ক্ষমাভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। এরপর তিহার কর্তৃপক্ষ নতুন করে ফাঁসির দিন নির্ধারণের তোড়জোড় শুরু করেছে।
আজ নির্ভয়া হত্যার ৪ অপরাধীর ফাঁসি হওয়ার কথা ছিল। কিন্তু তাদের একের পর এক প্রাণভিক্ষার আবেদনের জেরে ফাঁসি পিছিয়ে দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। নতুন দিনক্ষণ জানায়নি তারা। এ নিয়ে নির্ভয়ার মা আশা দেবী আদালতের বাইরে কান্নায় ভেঙে পড়েন, বলেন, অপরাধীপক্ষের আইনজীবী তাঁকে বিদ্রুপ করে বলেছেন, ফাঁসি হবে না, বরাবরের জন্য তা আটকে দেওয়া হবে। কিন্তু আজ সকালে রাষ্ট্রপতি বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন।
তবে মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত ৪ আসামীও বসে নেই। আর এক অপরাধী অক্ষয় ঠাকুর আজই প্রাণভিক্ষার আবেদন করেছে রাষ্ট্রপতির কাছে। ৪ আসামীর মধ্যে সে তৃতীয় যে রাষ্ট্রপতির কাছে আবেদন দায়ের করল।
২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির এক চলন্ত বাসে ২৩ বছরের এক প্যারামেডিক্যাল ছাত্রী ভয়াবহ গণধর্ষণের শিকার হন। দিনকয়েক পর সিঙ্গাপুরের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অপরাধী সাব্যস্ত হয় ১ অপ্রাপ্তবয়স্ক সহ ৬ জন। ওই অপ্রাপ্তবয়স্ক ছাড়া পেয়ে গিয়েছে, আর বাকি ৫ জনের অন্যতম রাম সিংহ তিহার জেলে আত্মহত্যা করেছে বলে খবর।
বিনয় শর্মার আবেদন খারিজ, নির্ভয়া কাণ্ডের ৪ আসামীর নয়া ফাঁসির দিন ঠিক করতে আদালতে যাবে তিহার কর্তৃপক্ষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Feb 2020 03:42 PM (IST)
আর এক অপরাধী অক্ষয় ঠাকুর আজই প্রাণভিক্ষার আবেদন করেছে রাষ্ট্রপতির কাছে। ৪ আসামীর মধ্যে সে তৃতীয় যে রাষ্ট্রপতির কাছে আবেদন দায়ের করল।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -