তিরুপতি: তিরুপতি মন্দিরের (Tirupati temple) প্রসাদ হিসেবে দেওয়া লাড্ডুতে ব্যবহার হচ্ছিল গরুর মাংসের চর্বি (beaf fat) ও মাছের তেল (fish oil) । সম্প্রতি এই অভিযোগ করেন টিডিপি প্রধান ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। তারপরেই শুরু হয় তুমুল বিতর্ক (Tirupati laddu controversy)। চন্দ্রবাবু নায়ড়ুর এই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। কিন্ত, টেস্ট রিপোর্ট প্রকাশ্যেই আসতেই চন্দ্রবাবু নায়ড়ুর অভিযোগই মান্যতা পেল। পুরনো লাড্ডু পরীক্ষা করে দেখা গেল তাতে গরুর চর্বি ও মাছের তেল ছাড়াও রয়েছে পাম তেল।
বুধবার চন্দ্রবাবু নায়ডু অভিযোগ করেন, জগনমোহন রেড্ডির শাসনকালে বিখ্যাত তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডুতে গরুর চর্বির সঙ্গে ব্যবহার করা হত মাছের তেল। তবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার পর সেই অবস্থার পরিবর্তন হয়েছে। বর্তমানে খাঁটি ঘি দিয়ে তৈরি করা হচ্ছে লাড্ডু। চন্দ্রবাবুর এই অভিযোগের পরেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। ওয়াইএসআর কংগ্রেসের তরফে দাবি করা হয় মিথ্যা কথা বলে বিদ্বেষ মেটাতে চাইছে চন্দ্রবাবু নায়ডু। মানুষের মনে তাদের সম্পর্কে ভুল ধারণা তৈরির চেষ্টা হচ্ছে। বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করা হচ্ছে।
আরও পড়ুন: Salim Khan: 'লরেন্স বিষ্ণোইকে ডাকব নাকি?' এবার সরাসরি সেলিম খানকে 'হুমকি' মহিলার
জগনমোহন রেড্ডির দলের রাজ্যসভা সাংসদ সুব্বা রেড্ডি নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে দাবি করেন, 'তিরুমালা মন্দিরে প্রসাদ সম্পর্কে বিদ্বেষপূর্ণ অভিযোগ করে রাজ্যের মানুষের মধ্যে তাঁদের দল সম্পর্কে মিথ্যা ধারণা ছড়াতে চাইছেন চন্দ্রবাবু নায়ডু। কেউই এই ধরনের অভিযোগ করবেন না।"
অন্যদিকে চন্দ্রবাবুর মন্তব্যের পক্ষ নিয়ে টুইট করেন অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ। তিনি লেখেন, "তিরুমালার ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির আমাদের রাজ্যের সবচেয়ে পবিত্র। জগনমোহন রেড্ডির সরকার তিরুপতির বিখ্যাত লাড্ডু প্রসাদমে ঘি-র পরিবর্তে পশুর চর্বি ব্যবহার করেছিল জানতে পারে আমি হতবাক হয়ে গেছি।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।