দত্তপুকুরে গ্রামসভাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ঘটনাস্থলে পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jul 2020 12:49 PM (IST)
গ্রাম সভা ডেকেছিল তৃণমূলেরই একটি গোষ্ঠী। অভিযোগ, গ্রামবাসীদের কয়েকজনকে মারধর করে তৃণমূলের যুযুধান গোষ্ঠী।
দত্তপুকুর: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কদম্বগাছিতে গ্রামসভাকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গতকাল রাতে গ্রাম সভা চলাকালীন বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূল নেতা আর্সাদউদ জামানের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। গ্রাম সভা ডেকেছিল তৃণমূলেরই একটি গোষ্ঠী। অভিযোগ, গ্রামবাসীদের কয়েকজনকে মারধর করে তৃণমূলের যুযুধান গোষ্ঠী। এরপর পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশ বাহিনী ও র্যাফ যায় ঘটনাস্থলে। যদিও অভিযোগ অস্বীকার করে আর্সাদউদ জামান দাবি করেছেন, লকডাউনের সময় মাইক বেঁধে সভা করার বিষয়ে তিনি প্রশাসনকে জানিয়েছিলেন। ঘটনার সঙ্গে তাঁর কোনও লোক জড়িত নয়।