সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: গতকাল, বৃহস্পতিবার টবিন রোড থেকে বিটি রোড রথ তলা মোড় পর্যন্ত রোড শো করেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ এর পরে তাঁরা একটি সভাও করেন ৷ সেই সভাস্থলের মঞ্চ এখনও খোলা হয়নি ৷ কামারহাটি এলাকাতেই রয়েছে দক্ষিণেশ্বর, আদ্যাপীঠের মত পবিত্র তীর্থস্থানগুলি ৷ শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়েরা এখানে আসায় এলাকা অপবিত্র হয়েছে বলে দাবি কামারহাটির তৃণমূল নেতা বিমল সাহার ৷ সেই কারণে তৃণমূল নেতা বিমল সাহা তাঁর অনুগামীদের নিয়ে আজ, শুক্রবার সকালে গোবর এবং গঙ্গাজল দিয়ে সভাস্থলকে শুদ্ধ করেন ৷ তাঁদের বক্তব্য, এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য এলাকা অপবিত্র হবে ৷ তাই যতবার তাঁরা আসবেন, ততোবারই এভাবে এলাকা শুদ্ধ করা হবে ৷


এই প্রসঙ্গে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘‘ যখনই বিজেপির কোনও নেতৃত্ব কোনও এলাকায় সভা করতে আসেন, এই ধরণের কাজ তৃণমূলের পক্ষ থেকে করাটা প্রায় রীতি হয়ে গিয়েছে ৷ মানুষ এর জবাব দেবে ৷ শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় গতকাল রোড শো করেছিলেন ৷ সেখানে জনসভায় শাসকদলের বিরুদ্ধে কথা বলেছেন তাঁরা ৷ সেই কারণেই তৃণমূলের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে।’’ প্রসঙ্গত এর আগে যখন শীলভদ্র দত্ত বিজেপিতে যোগদান করেন ৷ ওইদিন ব্যারাকপুরেও বিভিন্ন জায়গা গঙ্গাজল দিয়ে শুদ্ধ করেছিলেন তৃণমূল নেতারা৷



বৃহস্পতিবার উত্তরের টবিন রোড থেকে রথতলা পর্যন্ত শোভন-বৈশাখীর নেতৃত্বে রোড শো করেন বিজেপির কর্মী-সমর্থকরা। লক্ষ্য রাজ‍্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই কলকাতার প্রতিটি বুথে সাংগঠনিক ভাবে গেরুয়া শিবিরকে গুছিয়ে নেওয়া। শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই দিনের রোড শো-তে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও বিজেপির উত্তর কলকাতার সভাপতি কিশোর কর।


টবিন রোড থেকে শুরু করে বনহুগলী, ডানলপ ধরে রোড শো যতো এগিয়েছে,  বেড়েছে বিজেপি কর্মী সমর্থকদের সংখ‍্যা। রাস্তার দুই ধারে জড়ো হওয়া মানুষের সঙ্গে রোড শো থেকেই শুভেচ্ছা বিনিময় করেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পরে রথতলা মোড়ের জনসভা থেকে স্থানীয় সাংসদ সৌগত রায়কে আক্রমণ করে শোভন চট্টোপাধ্যায় বলেন, "সৌগত রায় এখন তৃণমূলের সর্ব ঘটের কাঁঠালি কলা। আখেরে কোনও যোগ্যতাই নেই সৌগত রায়ের। তৃণমূল কংগ্রেসে এতো দিন তাই কোনও প্রমোশন হয়নি সৌগত রায়ের। এখন দল ফাঁকা হয়ে যেতেই গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন উনি।"