বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : সংসদে বিজেপি-বিরোধিতায় (BJP) একলা চলো নীতি নিয়েছে তৃণমূল। আজ বাজেট অধিবেশনের (Budget Session) দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনে সংসদ ভবন (Parliament Bhavan) চত্বরে ধর্নায় বসেছেন তৃণমূল সাংসদরা (TMC MP)। বিরোধীদলের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ ছাড়াও LIC-তে আদানি গোষ্ঠীর বিনিয়োগ-সহ ৭টি দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। এর পাশাপাশি, একাধিক ইস্যুতে সংসদে সরকারকে চেপে ধরতে একজোট বিরোধীরা। 


গতকাল কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে সিপিএম, আরজেডি, জেডিইউ, উদ্ধবের শিবসেনা, এনসিপি-সহ ১৬টি দলের প্রতিনিধি হাজির থাকলেও, গরহাজির ছিল তৃণমূল। আম আদমি পার্টির (Aam Aadmi Party) মতো কংগ্রেস বিরোধী দলও এই বৈঠকে উপস্থিত হয়। কিন্তু, তৃণমূলের কোনও প্রতিনিধি ছিলেন না এই বৈঠকে। আদানি ইস্যুতে (Adani Issue) জেপিসি (JPC) গঠনের দাবিতে সংসদে একযোগে বিক্ষোভ দেখান বিরোধী দলের সাংসদরা।এরপর, সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন তাঁরা। আরও এক কংগ্রেস বিরোধী দল বিআরএসও এই বিরোধী ঐক্য়ের সঙ্গী হলেও, এখানেও ছিল না তৃণমূলের কোনও প্রতিনিধি। যার পর ফের একবার তৃণমূল (TMC)-বিজেপি (BJP) সেটিংয়ের অভিযোগে সরব হয়েছে কংগ্রেস (Congress)।


লোকসভার দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Choudhury) খোঁচা, 'বিরোধী ঐক্য যেন না থাকে, মোদির যেন সুবিধে হয়, এটাই তৃণমূল করছে।' যদিও তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেনের (Shantanu Sen) দাবি, 'বিজেপি বিরোধীতায় আমাদের কারও সার্টিফিকেট লাগবে না। আমরা বিজেপি বিরোধী। একটা উপনির্বাচনে কীভাবে অন্য দলের সঙ্গে গেল একটি দল, তা সবাই দেখেছে।' যা নিয়ে বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, 'বিরোধীদের কোনও ঐক্য নেই। কখনও হবেও না। মোদিই থাকবেন। ওরা নিজেদের ঘর বাঁচানোর চেষ্টা করছে।'


এর আগে, আদানিকাণ্ডে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নজরদারিতে অথবা JPC-র তদন্তের দাবিতে কংগ্রেস-সহ বিরোধীরা যখন সংসদের উভয়কক্ষে বিক্ষোভের ঝড় তুলেছে তখনও, সেই পথে হাঁটেননি তৃণমূল সাংসদরা। তবে, কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের (Misuse of Central Aagencies) অভিযোগ, আদানি ইস্যু-সহ মোদি সরকারের বিরুদ্ধে সাত দফা দাবিতে মঙ্গলবার গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। 


আরও পড়ুন- কেন ছেড়েছিলেন তৃণমূল ? নন্দীগ্রাম দিবসে ব্যাখ্যা দিলেন শুভেন্দু