মুম্বই: 'ফিরব বললেই ফেরা যায় নাকি !..' বহুকাল আগেই বলে গিয়েছে 'মইনের ঘোড়াগুলি'। কিন্তু কথা হচ্ছে কেমন 'ফেরা' ?  এটা নিশ্চয়ই নিছকই ফেরার ফেরা নয়। এই ফেরা-র মাঝে অনেক অধরা মুহূর্ত রয়ে গিয়েছে। তবে বাড়ি ফেরার ডাইমেনসনে যেমন প্রিয়মানুষের কাছে ফেরা মেলে না। ঠিক তেমনই বন্ধুত্বের ক্ষেত্রেও আরেকটা অর্থ হয়ে দাঁড়ায়। তবে মঙ্গলে আরও এক ফেরার গল্প শোনাল লাইকা প্রোডাকশনের অফিশিয়াল পেজ। আজ্ঞে হ্য়াঁ, ৩২ বছর পর ফের একসঙ্গে ফ্রেমে ফিরছেন অমিতাভ ও রজনীকান্ত।


'হাম' ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ ও রজনীকান্তকে


সালটা ছিল ১৯৯১। 'হাম' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ ও রজনীকান্তকে। আর এবার ৩২ বছর পর ফের একসঙ্গে ফ্রেমে ফিরছেন শাহেনশাহ এবং দক্ষিণের রাজাধিপতি। লাইকা প্রোডাকশনের অফিশিয়াল পেজ জানিয়েছে 'থালাইভার ১৭০' ( Thalaivar 170 )এর জন্য শাহেনশাহকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র বচ্চন প্রতিভায় অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে ছবিটি।'


শিরোনামহীনভাবেই এই ছবির ঘোষণা করেছিল


এদিন রজনীকান্ত বলেছেন, তিনি শীঘ্রই তার ১৭০ তম সিনেমার শ্যুটিং শুরু করবেন। যা একটি সামাজিক বার্তা বহন করবে। মূলত মার্চ মাসেই লাইকা প্রোডাকশন হাউজ শিরোনামহীনভাবেই এই ছবির ঘোষণা করেছিল। কিন্তু তখনও কাকপক্ষীতেও ঠাহর করতে পারেনি, যে ৩২ বছর বাদে ফের এক ফ্রেমে দেখা যাবে ভারতীয় ছবির এই দুই স্তম্ভকে। এই ছবির পরিচালনা করছেন জয় ভীম খ্যাত টিজে জ্ঞান ভেল।


সিনেমার নাম এখনও ঠিক করা হয়নি : রজনীকান্ত


প্রসঙ্গত, তিরুবনন্তপুরম যাওয়ার আগে চেন্নাই বিমানবন্দরে অভিনেতা রজনীকান্ত বলেছিলেন, আমি পরিচালক জ্ঞানভেল এবং লাইকার সঙ্গে আমার ১৭০ ছবি করছি। এটি সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিনোদনেও ভরপুর থাকবে।' রজনীকান্ত আরও বলেছিলেন, আমি আমার ১৭০ তম ছবির শ্যুটিং শুরু করতে যাচ্ছি। সিনেমার নাম এখনও ঠিক করা হয়নি।'


আরও পড়ুন, প্রযোজক আমির খানের ছবির হিরো সানি ! দেশভাগের গল্প বলবে 'লাহোর ১৯৪৭'


সম্প্রতি নেলসন পরিচালিত জেলার ছবিতে দেখা গিয়েছে রজনীকান্তকে


সম্প্রতি নেলসন পরিচালিত জেলার ছবিতে দেখা গিয়েছে রজনীকান্তকে। গত অগাস্টে ছবিটি মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই বক্সঅফিসে হিট। সেসময় বর্ষীয়ান অভিনেতা বলেছিলেন, ছবিটি প্রত্যাশিতভাবে সফল। রজনীকান্তের আসন্ন ছবিগুলির মধ্যে লোকেশ কানাগরাজ এবং কন্যা ঐশ্বর্য রজনীকান্তের লাল সেলাম-এর সঙ্গে আরও একটি নতুন ছবি অন্তর্ভুক্ত হয়েছে।