নয়াদিল্লি: বিহার থেকে উত্তরপ্রদেশে (UP) ঢুকতেই দিল্লিগামী তৃণমূলের (TMC) একটি বাস দাঁড় করিয়ে ভিডিওগ্রাফি পুলিশের উর্দিধারী দুজনের, ছবি দিয়ে দাবি বাসের যাত্রীদের। শুধু তাই নয়, যে বাইকটিকে সামনে রেখে বাসটিকে দাঁড় করানো হয়, তাঁর পিছন দিকে কোনও নম্বর প্লেটও ছিল না বলে অভিযোগ।


বাস যাত্রীদের আরও দাবি, বাইরে থেকে গোটা বাসের ভিডিওগ্রাফি, নম্বর প্লেটের ছবি তোলা হলেও বাসের কোনও কাগজপত্র দেখতে চাওয়া হয়নি। তাহলে কে এই দুজন? পুলিশই তো, নাকি অন্য কেউ? তা নিয়ে সন্দিহান ওই বাসের যাত্রীরা।উল্লেখ্য,  বিশেষ ট্রেন, বিমান বাতিলের পর এবার উত্তরপ্রদেশে বাস থামানোর অভিযোগে সরব তৃণমূল। সোশাল সাইটে একটি ভিডিও পোস্ট করে তৃণমূলের তরফে লেখা হয়েছে, 'বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ঢোকার সময় সেরাজ্যের পুলিশ একটি অজ্ঞাত বাইক নিয়ে তৃণমূলের দিল্লিগামী বাস থামায়। এই বাধা অবশ্যই সন্দেহ জাগাচ্ছে। তবে, এটি পুরোপুরি অপ্রত্যাশিতও ছিল না। সর্বোপরি, বিজেপি কি স্পেশাল ট্রেন বাতিল করে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেনি? তারা যেন ভুলে না যায়, আমরা মাথা নত করব না এবং লক্ষ্যে অবিচল থাকব।'


প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছে ইডি।এদিকে ওই দিনই তৃণমূলের দ্বিতীয় দিনের কর্মসূচি। মূলত কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্নার ডাক দিয়েছে তৃণমূল। এই কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় প্রকল্পের কাজ করেও পারিশ্রমিক থেকে বঞ্চিত বাংলার শ্রমিকরাও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন তিনি দিল্লিতে দলের ধর্না কর্মসূচিতে থাকবেন। আগেই  অভিষেক হুঁশিয়ারি দিয়েছিলেন,  যতদিন না বাংলার মানুষ প্রাপ্য় টাকা না পাবে ততদিন আন্দোলন চলবে। আর এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেন,আমি ফের বলছি, পারলে আমাকে আটকে দেখাও। আমি কোনও তদন্তকারী এজেন্সিকে চ্যালেঞ্জ করছি না। আমার যা বলার ছিল, বলেছি। দিল্লির মাটিতে দাঁড়িয়েও ফের এই চ্যালেঞ্জ করছি।'


আরও পড়ুন, 'আমার মেয়েরও ডেঙ্গি হয়েছিল, বিক্ষোভ দেখায়নি..', BJP বিক্ষোভকে কটাক্ষ ফিরহাদের


বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল। চূড়ান্ত টানাপোড়েনের পরে, শেষমেশ জবকার্ড হোল্ডারদের বাসে করে দিল্লি পাঠানো হয়েছে। সেই বিষয়টিকেই হাতিয়ার করে, দিল্লি রওনা দেওয়ার আগে,বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেন, বিজেপির এত ভয় কীসের ট্রেন বাতিল করছে? সারা দিল্লিতে ১৪৪ ধারা জারি করে দিয়েছে যাতে তৃণমূল আন্দোলন করতে না পারে। ১ হাজার নরেন্দ্র মোদি রাস্তায় নামলেও এই আন্দোলনকে আটকাতে পারবে না। আপনি এত চেষ্টা করলেন দিল্লির আন্দোলন আটকাতে পারলেন? আপনি এত চেষ্টা করলেন ট্রেন বাতিল করে পারলেন আটকাতে? পারলেন না। 'প্রাপ্য টাকা না মেলা পর্যন্ত চলবে আন্দোলন'মোদি সরকারকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।