ট্রেন্ডিং

সীমান্ত দিয়ে ভারতে ঢোকানোর চেষ্টা BGB-র, শীতলকুচি সীমান্তে উত্তেজনা

এবার স্বাস্থ্য সচিব, শিক্ষা অধিকর্তা ও শিক্ষা স্বাস্থ্য অধিকর্তার কাছে অভিযোগ জানাতে চলেছেন তিন চিকিৎসক

ভারতে এবার স্মার্টফোন লঞ্চ করল ফরাসি সংস্থা, একসঙ্গে দেশে হাজির ৩টি ফোন

বাংলাদেশকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহারের ভাবনা? প্যারিসে পাকিস্তানের মুখোশ খুলল ভারত, BJP সাংসদ শমীক বললেন…

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন হাজির ভারতে, কী কী ফিচার রয়েছে এই মডেলে?
কোভিডের এই রূপ অনেকগুণে বাড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি, চাঞ্চল্যকর তথ্য IIT, ICMR এর রিসার্চে
‘করোনার বিরুদ্ধে লড়াইয়ের আজ থেকে হবে অক্ষয়, রমজানকে সেবা-সমবেদনার প্রতীক হিসেবে দেখতে হবে’, 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
যাঁরা সোশাল ডিসটান্সিং মানতে বলছেন, তাঁদের প্রতিও দেশ কৃতজ্ঞ।
Continues below advertisement

নয়াদিল্লি: ‘আজ শুভ অক্ষয় তৃতীয়া। এ বছরের অক্ষয় তৃতীয়া সংকল্প নেওয়ার দিন।’ মন কি বাত অনুষ্ঠানে বললেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সিদ্ধান্ত-ভাবনা আজ থেকে অক্ষয় হবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত আজ থেকে হবে অক্ষয়।
দেশের কাছে আজ আছে অক্ষয় ভাণ্ডার। আজ দেশের পরিবেশ নিয়েও ভাবতে হবে। আমরা যদি অক্ষয় থাকতে চাই, পরিবেশ নিয়ে ভাবতে হবে। জৈনদের কাছেও আজকের দিন গুরুত্বপূর্ণ। আজকের দিনে নতুন কিছু শুরু করার দিন। আসুন, সবাই মিলে পৃথিবীকে অক্ষয় রাখার সঙ্কল্প নিই। এই রমজানকে সেবা-সমবেদনার প্রতীক হিসেবে দেখতে হবে। যাঁরা সোশাল ডিসটান্সিং মানতে বলছেন, তাঁদের প্রতিও দেশ কৃতজ্ঞ। ঘরে বসেই মানুষ উৎসব পালন করছেন। আগের মতো বাইরে গিয়ে মানুষ উৎসব পাল না করে, সংযম দেখাচ্ছেন। বৈশাখী, ইস্টার উৎসব এভাবেই পালিত হয়েছে।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে