নয়াদিল্লি: ‘আজ শুভ অক্ষয় তৃতীয়া। এ বছরের অক্ষয় তৃতীয়া সংকল্প নেওয়ার দিন।’ মন কি বাত অনুষ্ঠানে বললেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সিদ্ধান্ত-ভাবনা আজ থেকে অক্ষয় হবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত আজ থেকে হবে অক্ষয়।
দেশের কাছে আজ আছে অক্ষয় ভাণ্ডার। আজ দেশের পরিবেশ নিয়েও ভাবতে হবে। আমরা যদি অক্ষয় থাকতে চাই, পরিবেশ নিয়ে ভাবতে হবে। জৈনদের কাছেও আজকের দিন গুরুত্বপূর্ণ। আজকের দিনে নতুন কিছু শুরু করার দিন। আসুন, সবাই মিলে পৃথিবীকে অক্ষয় রাখার সঙ্কল্প নিই। এই রমজানকে সেবা-সমবেদনার প্রতীক হিসেবে দেখতে হবে। যাঁরা সোশাল ডিসটান্সিং মানতে বলছেন, তাঁদের প্রতিও দেশ কৃতজ্ঞ। ঘরে বসেই মানুষ উৎসব পালন করছেন। আগের মতো বাইরে গিয়ে মানুষ উৎসব পাল না করে, সংযম দেখাচ্ছেন। বৈশাখী, ইস্টার উৎসব এভাবেই পালিত হয়েছে।
‘করোনার বিরুদ্ধে লড়াইয়ের আজ থেকে হবে অক্ষয়, রমজানকে সেবা-সমবেদনার প্রতীক হিসেবে দেখতে হবে’, 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Apr 2020 01:43 PM (IST)
যাঁরা সোশাল ডিসটান্সিং মানতে বলছেন, তাঁদের প্রতিও দেশ কৃতজ্ঞ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -