কলকাতা: বছরদেড়েকের ছোট্ট মেয়ে ঘরের মধ্যে টলতে টলতে ঘুরছিল। হঠাৎ বাবা চালিয়ে দিলেন ভ্যাকুয়াম ক্লিনার। ঘর ঘর শব্দে ভয় পেয়ে সে যতটা দ্রুত সম্ভব দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল পোষা কুকুরের গলা। ইন্টারনেটে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে।

কোথাকার ঘটনা জানা যায়নি। কিন্তু মানুষ ও পোষা জন্তুর এই মিষ্টি সম্পর্ক সকলের নজর কেড়েছে। আরও মজার যেটা, তা হল, ভ্যাকুয়াম ক্লিনারের শব্দে ভয় পেয়েছে কুকুরটাও, তার হাবে ভাবে সেটা পরিষ্কার।

দেখুন ভিডিওটি

দেখুন নেটিজেনদের প্রতিক্রিয়া