কলকাতা: বলিউড প্রেমীদের জন্য সুখবর। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), কমল হাসান (Kamal Haasan) ও প্রভাস (Prabhas) অভিনীত 'প্রজেক্ট কে' (Project K) নিয়ে বড় ঘোষণা নির্মাতাদের।  'পাঠান'-এর দুর্দান্ত সাফল্য়ের পর শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি 'জওয়ান' নিয়ে উন্মাদনার পারদ চড়ছে তাঁর ভক্তদের মধ্যে। এই ছবি নিয়ে এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। জানা যাচ্ছে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এই ছবিকে ইউএ সার্টিফিকেট দিয়েছে। দিনভর নজর কাড়ল বিনোদন দুনিয়ার কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


স্ত্রীর হাতে পায়েস খেয়ে জন্মদিন পালন খরাজের


আজ তাঁর জন্মদিন। ৬০ বছরে পা দিলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee)। পুরোদমে কাজ করে চলেছেন অভিনেতা। আজ তাঁর জন্মদিনে, জেনে নেওয়া যাক, অভিনেতাকে নিয়ে কিছু অজানা গল্প। ছোটপর্দা থেকে বড়পর্দা.. সব মাধ্যমেই অভিনয় করে মন জয় করেছেন খরাজ। তবে প্রথম জীবনে অভিনয় নয়, পেশা হিসেবে চাকরিই করতেন খরাজ। তাঁর বাবা কখনও চাননি, অভিনেতার সঙ্গে যুক্ত হন খরাজ। তবে বিয়ের পরে, নিজের মনেই ইচ্ছেকেই প্রাধান্য দিয়ে অভিনয়ে যোগ দেন খরাজ। চিনিয়ে দেন তাঁর জাত। কমেডি থেকে শুরু করে নেতিবাচক চরিত্র, সব চরিত্রেই দূরন্ত অভিনয় করে বারে বারে দর্শকদের মন জয় করেছেন খরাজ। আজ দিনটা বাড়িতেই খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল খরাজের। লুচি, সাদা আলুর তরকারি, মিষ্টি ও পায়েস ছিল জন্মদিনের মেনুতে ছিল খরাজের। তাঁর জন্য এসেছিল ফুলের বোকেও। কেক কেটে নয়, একেবারে বাঙালি আয়োজনে জন্মদিন পালন করেছেন তিনি। এর মধ্যে একটি ছবিতে দেখা গেল, তাঁর গালে চুম্বন এঁকে দিচ্ছেন স্ত্রী।


U/A সার্টিফিকেট পেল 'জওয়ান'


 'পাঠান'-এর দুর্দান্ত সাফল্য়ের পর শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি 'জওয়ান' নিয়ে উন্মাদনার পারদ চড়ছে তাঁর ভক্তদের মধ্যে। এই ছবি নিয়ে এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। জানা যাচ্ছে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এই ছবিকে ইউএ সার্টিফিকেট দিয়েছে। পাশাপাশি, সিবিএফসি ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, জওয়ানের ট্রেলারটির সময়কাল ২ মিনিট ১৫ সেকেন্ড। আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে এই ট্রেলার। তাই দর্শক এইমুহূর্তে মুখিয়ে আছে ট্রেলারটির জন্য়। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবির অন্যতম অভিনেত্রী এবং লেডি সুপারস্টার নয়নতারার (Lady Superstar Nayanthara)। নেটিজেনদের একাংশের মতে সেটি নাকি 'জওয়ান' ছবিতে অভিনেত্রীর লুক। হুড়মুড়িয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে থাকে সেই ছবি। 


ভিক্যাটের কফি ডেট


ওয়ার্ল্ড চকোলেট ডে (World Chocolate Day)-তে তাঁরা বেছে নিলেন কফি, ফ্রেশ ক্রিম আর ফলের জলখাবার। এমনভাবেই কি প্রতিটা সকাল শুরু করেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কইফ (Katrina Kaif)? সোশ্যাল মিডিয়ায় সুখী গৃহকোণের টুকরো ছবি শেয়ার করে নিলেন ক্যাটরিনা। সোশ্যাল মিডিয়ায় আজ সকালে কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন ক্যাটরিনা। যেখানে গোটা দুনিয়া মেতেছে চকোলেট দিবস উদযাপনে, তখন ক্যাটরিনা শেয়ার করে নিলেন, কেমন করে কাটে তাঁদের কফি-সকালগুলি! ক্যাটরিনা যে ছবি শেয়ার করেছেন, সেখানে ক্যাটরিনার দিকে তাকিয়ে হাসছেন ভিকি, আর ক্যাটরিনা মুখ লুকিয়েছেন স্বামীর মুখের আড়ালে। আরব সাগরের তীর এখন ভিক্যাটের সুখী সংসার। একদিকে যেমন ছবির কাজ চলছে, তেমনই ঠিক একসঙ্গে 'কোয়িলিটি টাইম' বের করে নেন বলিপাড়ার জনপ্রিয় এই জুটি। বিয়ের আগে থেকেই ভিকি জানিয়েছিলেন, ক্যাটরিনাকে তাঁর ভাল লাগে। ক্রাশ। কিন্তু তিনি যে বিয়ে করতে পারবেন সেই ক্রাশকেই, এটা যেন ভাবতেই পারেননি কেউ। একসঙ্গে করেননি কোনও ছবিও। ভিকি ক্যাটরিনার বিয়ের খবরে তাই অবাক হয়েছিলেন অনেকেই। 


বিস্ফোরক 'শিবপুর' অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়


গত ৩০ জুন, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'শিবপুর' (Shibpur)। তার ঠিক দিন ছয়েকের মাথায় সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিস্ফোরক ছবির মুখ্য অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। লিখলেন দীর্ঘ পোস্ট। 'সিনেমার চোদ্দটা' বাজার রাগ বের করলেন, কাঠগড়ায় দাঁড় করালেন পরিচালক ও প্রযোজকের ইগোর লড়াইকে (ego clash)। ঠিক কী অভিযোগ অভিনেত্রীর? অরিন্দম ভট্টাচার্যের নির্দেশনায় তৈরি 'শিবপুর' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। প্রথমে কথা ছিল ছবিটি মুক্তি পাবে ২০২২ সালের অক্টোবর বা নভেম্বর মাসে। কিন্তু সেই তারিখ পিছিয়ে যায়। অবশেষে গত ৩০ জুন প্রেক্ষাগৃহে আসে 'শিবপুর'। 


প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন অভিনীত 'প্রজেক্ট কে' নিয়ে বড় ঘোষণা নির্মাতাদের


বলিউড প্রেমীদের জন্য সুখবর। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), কমল হাসান (Kamal Haasan) ও প্রভাস (Prabhas) অভিনীত 'প্রজেক্ট কে' (Project K) নিয়ে বড় ঘোষণা নির্মাতাদের। বৃহস্পতিবার এই ছবি নিয়ে কী ঘোষণা করা হল? আন্তর্জাতিক বিনোদন পত্রিকা 'ভ্যারাইটি'র প্রতিবেদন অনুযায়ী, বহু প্রতীক্ষিত এই কল্পবিজ্ঞান (Sci-Fi) ঘরানার বিগ বাজেট ভারতীয় ছবির প্রথম এক্সক্লুসিভ ঝলক প্রকাশ্যে আসবে 'স্যান দিয়েগো কমিক-কন'-এ (San Diego Comic-Con) উপস্থিত প্রতিভাদের সামনে। SDCC-র উদযাপন শুরু হবে, বৈজয়ন্তী মুভিজের মাধ্যমে এই ছবির কিছু অংশ অনুরাগীদের সামনে প্রকাশ্যে এনে। ১৯ জুলাই এই অনুষ্ঠানের উদ্বোধন। সেই রাতেই প্রকাশ্যে আসবে 'প্রজেক্ট কে' ছবির এক্সক্লুসিভ ফুটেজ। 






 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial