তপসিয়ায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি ঝুপড়ি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Nov 2020 04:27 PM (IST)
ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন
কলকাতা: তপসিয়ায় ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। পুড়ে ছাই বেশ কয়েকটি ঝুপড়ি। বিস্তীর্ণ এলাকায় সেই আগুন ছড়িয়ে পড়েছে। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। ঘিঞ্জি এলাকায় প্রচুর মানুষ বসবাস করেন। আগুনের মাত্রা কমলেও, এখনও বিভিন্ন দিক থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। খাল থেকে জল তুলে আগুন নেভানোর কাজ করছেন স্থানীয়রা। দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি জানান, একটি গুদাম থেকেই আগুন ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। পৌঁছেছেন স্থানীয় বিধায়ক জাভেদ খান। বিস্তারিত একটু পরেই...