Redmi Phones: ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ১৩ ৫জি ফোন (Redmi 13 5G)। আগামী ৯ জুলাই এই ফোন লঞ্চ হবে দেশে। রেডমি (Redmi Smartphones) সংস্থা এক্স মাধ্যমে এই দিন ঘোষণা করেছে। এর আগে গতবছর অর্থাৎ ২০২৩ সালের অগস্ট মাসে রেডমি ১২ ৪জি এবং রেডমি ১২ ৫জি ফোন লঞ্চ হয়েছিল। সেই ৫জি ফোনেরই সাকসেসর মডেল আসতে চলেছে এবার। রেডমি ১৩ ৪জি ফোন অবশ্য কবে ভারতে লঞ্চ হবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। তবে রেডমি ১৩ ৫জি ফোন আগামী ৯ জুলাই ভারতীয় সময় দুপুর ১২টায় লঞ্চ হবে এই ফোন। শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। এছাড়াও দেখা গিয়েছে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে। অর্থাৎ ভারতে লঞ্চের পর রেডমি ১৩ ৫জি ফোন কেনা যাবে শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে। 


রেডমি ১৩ ৫জি ফোনের ডিজাইন কেমন হতে চলেছে 


একটি ফ্ল্যাট ডিসপ্লে থাকতে চলেছে এই ফোনে। তার উপরে থাকবে হোল পাঞ্চ কাট আউট। সেখানে থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের ডানদিকের ফ্রেমে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। ফোনের উপরের ফ্রেমে থাকবে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। এই ফোনের ব্যাক প্যানেলে থাকবে চকচকে (শাইনি অ্যান্ড গ্লাস ফিনিশ) ভাব। সেখানে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। দুটো ক্যামেরা ইউনিট এবং এলইডি ফ্ল্যাশ থাকবে এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে তিনটি আলাদা গোলাকার মডিউল থাকবে ক্যামেরা সেনসর এবং এলইডি ফ্ল্যাশের জন্য। এগুলি সামান্য উঁচু হবে। জানা গিয়েছে, নীল এবং গোলাপি রঙে লঞ্চ হতে পারে রেডমি ১৩ ৫জি ফোন। 


রেডমি ১৩ ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে দেখে নিন 



  • এই ফোনে বড় আকারের ডিসপ্ল থাকতে পারে। 

  • ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। 

  • কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকার কথা রয়েছে এই ফোনে। 

  • রেডমি ১৩ ৫জি ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS- এর সাহায্যে। 

  • এই ফোনে একটি ৫০৩০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে ফোন, থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা 




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।