শ্রীনগর: কাশ্মীরের সোনমার্গে ভারী তুষারপাতে চরম বিপত্তি। আটকে যায় পর্যটকদের ২টি গাড়ি। ৮ জনকে উদ্ধার করা হয়েছে। 


শুক্রবার কাশ্মীরের গান্ধেরবাল জেলায় শ্রীনগর-সোনমার্গ জাতীয় সড়কে তুষারধস নামে। তার ফলেই কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকায়। IANS-সূত্রে খবর, এই ঘটনায় গাড়ি যাতায়াত কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। ২টি গাড়ি আটকে পড়লেও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই বলে IANS সূত্রের খবর।


উদ্ধারকাজ শুরু হয়েছে। দ্রুতগতিতে বরফ সরানোর কাজ চলছে। বর্ডার রোড অর্গানাইজেশনের (Border Roads Organisation) তরফ থেকে ওই এলাকায় কাজ শুরু করা হয়েছে। আটকে থাকা পর্যটকদের উদ্ধারের কাজও শুরু হয়েছে। 


 










সোনমার্গ, গুলমার্গে (Gulmarg Snowfall) এদিন যখন ভারী তুষারপাত (Snowfall in Kashmir) হয়েছে। সেদিনই কাশ্মীরের সমতলে প্রবল বৃষ্টি হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbances in Kashmir) কারণে জম্মুতে হালকা বৃষ্টি দেখা গিয়েছে। শ্রীনগরেও (Srinagar Snowfall) এদিন বৃষ্টি দেখা গিয়েছে। ৩০ মার্চেও শ্রীনগর ও লাগোয়া নানা এলাকায় বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর।                          


এর আগে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা-গুরেজ সড়ক একাধিকবার তুষারপাতের কারণে অবরুদ্ধ হয়েছিল, যা এই অঞ্চলে গাড়ি যাতায়াতের জন্য সমস্যা তৈরি করে।  বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) অবস্থা  পুনরুদ্ধার করতে এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ শুরু হয়েছিল। কয়েকদিন আগে স্থানীয় ট্রেকারদের একটি দল পুঞ্চ জেলার ভারী তুষারপাতের মধ্যে আটকে পড়েছিল। পরে তাঁদের উদ্ধার করা হয়।                                 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   



আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত রোগী, জটিল অস্ত্রোপচারে নজির পুরুলিয়া মেডিক্যালে