কলকাতা: ট্রাফিক আইন রক্ষার নামে পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তরুণীর। অভিযোগকারিণী বাগবাজারের বাসিন্দা। তাঁর দাবি, ১৭ অক্টোবর তিনি অ্যাপ নির্ভর মোটরবাইকে কেষ্টপুরের দিক থেকে বাগবাজারের বাড়িতে ফিরছিলেন। তরুণীর অভিযোগ, ভিআইপি রোডে দমদম পার্ক ক্রসিংয়ে মোটরবাইকটিকে দাঁড় করানোর চেষ্টা করেন এক ট্রাফিক কনস্টেবল। মোটরবাইকের গতি বেশি ছিল, তিনি পিছনে বসে ছিলেন। তরুণীর অভিযোগ, ওই কনস্টেবল মোটরবাইক থামানোর জন্য তাঁর কাঁধের ব্যাগ ধরে হ্যাঁচকা টান মারেন। মোটরবাইক থেকে পড়ে যান তরুণী। তাঁর ডানহাতে আঘাত লাগে। তরুণীর দাবি, কেন এমন আচরণ তাঁর সঙ্গে করা হল সেই প্রশ্ন করলে ওই ট্রাফিক কনস্টেবল সদুত্তর দেননি। এরপর লেকটাউন থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে পুলিশ অভিযোগ নিতে চায়নি বলে তরুণীর অভিযোগ। পরের দিন, ১৮ অক্টোবর লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। পুলিশ সূত্রে খবর, লেকটাউন ট্রাফিক গার্ডের অভিযুক্ত কনস্টেবলও তরুণীর বিরুদ্ধে কর্তব্যরত পুলিশ কর্মীর সঙ্গে দুর্ব্যবহার, বচসার অভিযোগ করেছেন। এ ব্যাপারে লেকটাউন থানার পুলিশ জানিয়েছে, যে অভিযোগ করা হয়েছে তার সত্যতা নেই। তা সত্ত্বেও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন ওই তরুণী।