ভদ্রক : পুরী-বিহারের জয়নগর এক্সপ্রেসে (Puri-Bihar Joynagar Express) আগুন আতঙ্ক । ভদ্রকে পৌঁছনোর পরেই কামরা নীচ থেকে ধোঁয়া দেখতে পাওয়ায় আতঙ্ক। হুড়োহুড়ি করে কামরা থেকে নেমে আসেন যাত্রীরা। আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোচের নিচে ব্রেক বাইন্ডিংয়ের জন্য বিপত্তি, দাবি ইস্ট কোস্ট রেলওয়ে (East Coast Railways) সূত্রে। 


মাসখানেক আগেই পুরী-দুর্গ এক্সপ্রেসের (Durg-Puri Express) এসি কোচে আগুন লেগেছিল। ব্রেক প্য়াডের সংঘর্ষের জেরেই আগুন, জানায় ইস্ট কোস্ট রেলওয়ে। ওড়িশার নুয়াপাড়ায় খারিয়ার রোড স্টেশনের কাছে ডাউন  দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নিচে আচমকাই আগুন দেখা যায়। ধোঁয়ায় ভরে যায় বি-থ্রি কোচ। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। গত বছরের নভেম্বরে অন্ধ্রপ্রদেশের চিত্তোরে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের এসি বগিতে আগুন লেগেছিল। কলকাতা আসার পথে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের বগিতে আগুন লেগেছিল। সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশের কুপ্পাম স্টেশনে থামানো হয়েছিল ট্রেনটিকে। বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের এস-৯ এসি বগিতে আগুন লেগেছিল সেবার। আগুন লাগার খবর পেয়ে আতঙ্কে ট্রেনের বাইরে বেরিয়ে এসেছিলেন যাত্রীরা। হতাহতের কোনও ঘটনা সৌভাগ্যবশত সেবারও ঘটেনি।                 



গত মাসেই ওড়িশার বালেশ্বরে মালগাড়িতে আগুন। রূপসা স্টেশনে স্টেশনারি সামগ্রী বোঝাই একটি ওয়াগনে আগুন লাগে। ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। স্থানীয় কয়েকজন লক্ষ্য করেন যে একটি ওয়াগন থেকে ধোঁয়া বের হচ্ছে। খবর পেয়ে বালেশ্বর থেকে দমকলকর্মীরা রূপসা স্টেশনে পৌঁছে আগুন নেভাতে তৎপর হয়। শুক্রবার রাতে বালুগাঁও রেলস্টেশনে কয়লা বোঝাই একটি পণ্যবাহী ট্রেনে  এরকম আগুন লেগে যায়।


করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর ৫ জুন মধ্যপ্রদেশের জবলপুর জেলায় একটি মালগাড়ির বগি লাইনচ্যুত হয়। এলপিজি রেকের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়।  তবে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় । রেলওয়ে কারখানার ভেতরে ট্রেন থেকে মালপত্র নামানোর সময় এই  ঘটনা ঘটে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের  এক প্রতিবেদনে বলা হয় , রেলের আধিকারিকরা এই ঘটনার খবর পেয়েই পৌঁছে যান ঘটনাস্থলে।  পরিস্থিতি তদারকি করেন তাঁরা। প্রতিবেদনে উল্লেখ, জবলপুর জেলার শাহপুরা ভিটোনি এলাকায় ভারত পেট্রোলিয়াম ডিপোর কাছে ঘটনাটি ঘটে। অন্যদিকে সংবাদ সংস্থা এএনআইকে রেলওয়ের এক সিনিয়র আধিকারিক জানান, এই লাইনচ্যুত হওয়ার ঘটনায় মেইন লাইনে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি।  


আরও পড়ুন- পঞ্চায়েত ভোটে ব্যালট বিকৃতি, নজিরবিহীন ভাবে এসডিও-বিডিও সাসপেন্ডের সুপারিশ