সাম্প্রতিককালে একাধিকবার মুখ্যমন্ত্রী কেন্দ্রের মোদি সরকারকে তোপ দেগে অভিযোগ করেছেন, তারা দেশের ফেডেরাল কাঠামো লঙ্ঘন করছে, বিরোধী দল পরিচালিত রাজ্য সরকার ও নেতাদের আতঙ্কে রাখতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে লেলিয়ে দিচ্ছে, মিডিয়ার কণ্ঠরোধ করছে, যে কোনও সরকার বিরোধী প্রতিবাদকে বলপ্রয়োগ করে দমিয়ে রাখছে।
যদিও পাল্টা বিজেপি মমতা সরকারের আমলে রাজ্যে তাদের শতাধিক কর্মী খুন হয়েছেন, মিথ্যা মামলায় ফাঁসিয়ে প্রায় ১৫০০ দলীয় কর্মী, সমর্থককে জেলে পুরে রাখা হয়েছে বলে অভিযোগ তুলছে।
মানবাধিকার দিবসে মমতা ট্যুইটে আরও লিখেছেন, গত সাড়ে ৯ বছরে ১৯টি মানবাধিকার আদালত গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। আমার লাগাতার প্রতিবাদ, আন্দোলনের জেরে ১৯৯৫ সালে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল। সবাইকে আমার শুভেচ্ছা জানাই।