ত্রিপুরা: পুরভোটের আগে ত্রিপুরায় (Tripura) অশান্তি অব্যাহত। তেলিয়ামুড়া পুরসভায় মিছিল ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ (TMC-BJP Chaos)। তৃণমূলের অভিযোগ, গতকাল প্রার্থীদের সমর্থনে মিছিল বের করায়, সেখানে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ইটের ঘায়ে ৪ তৃণমূল কর্মী আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের দাবি, এই ঘটনায় তাদের ৪ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন হাসপাতালে চিকিত্সাধীন।
পুরভোটের আগে দফায় দফায় ফের উত্তপ্ত হয়েছে ত্রিপুরা (Tripura)। গতকাল আগরতলা পুরসভার (Agartala Municipality) ৩৬ নম্বর ওয়ার্ডে বিজেপির (BJP) পতাকা-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ ওঠে বিরোধীদের বিরুদ্ধে। বিজেপির বিক্ষুব্ধরাই প্রচার নষ্ট করছেন, এটা গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল, দাবি করেন তৃণমূলের (tmc)। উল্টে ঘাসফুল শিবিরের দাবি, ত্রিপুরা সরকারের (Tripura Govenment) স্টিকার লাগানো গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের পতাকা, ফেস্টুন। ভিডিও প্রকাশ্যে এনে দাবি তৃণমূলের। এবিপি আনন্দ ভিডিও-র সত্যতা যাচাই করেনি।
এর আগের দিন আগরতলা পুরনিগম (Agartala) দখলের লক্ষ্যে ইস্তেহার প্রকাশ করে তৃণমূল (TMC)। জলকরে ছাড়, খান-খন্দহীন রাস্তা, মহিলাদের জন্য সুরক্ষা-সহ ৯ টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উন্নত নগর, জন অভিযোগ নিষ্পত্তির আশ্বাসও রয়েছে ইস্তেহারে। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (bjp)।
আগরতলা পুরনিগমের ভোটে তৃণমূলের স্লোগান - আগরতলার জন্য ‘নবরত্ন’। ২০২৩-এ তৃণমূলের টার্গেট বিজেপিশাসিত ত্রিপুরা। বিধানসভা নির্বাচনের বছর দেড়েক আগে, ত্রিপুরার পুরভোটে ঝাঁপিয়েছে তৃণমূল। ২৫ নভেম্বর আগরতলা পুরনিগম, ১৩টি পুরসভা ও ৬টি নগর পঞ্চায়েতে ভোটে।