প্রসেনজিৎ সাহা, আগরতলা: বাংলার পুনরাবৃত্তিই যেন হতে দেখা গেল ত্রিপুরায়। পঞ্চায়েত নির্বাচন (Tripura Panchayat Elections 2024) হওয়ার আগেই সেখানে বেশিরভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি (BJP) প্রার্থীরা। সন্ত্রাস চালিয়ে এই ফল এসেছে বলে অভিযোগ বিরোধীদের।
 
মঙ্গলবার ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস জানান, ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হওয়ার আগেই গ্রাম পঞ্চায়েতে ৭১.৪৩ শতাংশ, পঞ্চায়েত সমিতিতে ৫৫.৫৬ শতাংশ ও জেলা পরিষদে ১৭.২৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। এর ফলে আগামী ৮ অগাস্ট ৬৩৭০টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে নির্বাচন হবে ১৮১৯ আসনে। পঞ্চায়েত সমিতির ৪২৩টি আসনের মধ্যে ভোট হবে ১৮৮টি আসনে। আর জেলা পরিষদের মোট ১১৬টি আসনের মধ্যে নির্বাচন হবে ৯৬টি আসনে। 


নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় মোট ৬,৮৮৯ আসন রয়েছে ত্রিপুরায়। তার মধ্যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ৪ হাজার ৮০৫টি আসনে। যার রয়েছে গ্রাম পঞ্চায়েতের ৬,৩৭০টি আসনের মধ্যে ৪ হাজার ৫৫০টি আসন।


ত্রিপুরার নির্বাচন কমিশন তরফে এই খবর জানানো পরেই কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি টুইট করেন, ত্রিপুরায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ৭১ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। তাহলে এখন গণতন্ত্রে কোনও হুমকি নেই!!!আমাদের বিরোধী দলগুলো কী বলবে? 






প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরায় পঞ্চায়তে নির্বাচন হবে আগামী ৮ অগাস্ট আর ফল ঘোষণা হবে ১২ তারিখ। সিপিএম সহ বিরোধীদের অভিযোগ, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে শাসকদল বিজেপি। ত্রিপুরায় ৩৫টি ব্লকের বেশিরভাগ জায়গায় বিরোধীদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। যার জেরে ১০টির বেশি ব্লকে মনোনয়নপত্র জমা দিতে পারেননি বিরোধী দলের প্রার্থীরা। জিরানিয়া, সালেমা ও বামুটিয়া প্রভৃতি ব্লকে বিরোধীদের ওপর আক্রমণ চালানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির তরফে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Supreme Court On NEET-UG: ফের নিট নয়, নতুন করে পরীক্ষার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে