ওয়াশিংটন: নোভেল করোনাভাইরাসের উত্স কোথায়, তা নিয়ে চিনের সঙ্গে সংঘাত বহাল রয়েছে। তার মধ্যেই চিন থেকে আমেরিকায় বিমান আসা বন্ধ করার সিদ্ধান্ত নিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ১৬ জুন থেকে আমেরিকার উদ্দেশ্যে ও আমেরিকা থেকে চারটি চিনা এয়ারলাইন্সের যাত্রীবিমানের আসা যাওয়া স্থগিত থাকছে বলে জানিয়েছে মার্কিন পরিবহণ দপ্তর। নিঃসন্দেহে এই পদক্ষেপ দুদেশের মধ্যে বাণিজ্য ও ভ্রমণ সংক্রান্ত টেনশন বাড়িয়ে দিতে পারে।
জানা গিয়েছে, চলতি সপ্তাহে চিনে ইউনাইটেড এয়ারলাইন্স ও ডেল্টা এয়ারলাইন্সের বিমান পরিষেবা ফের শুরু করতে চিন অপারগ হওয়ায় পাল্টা এমন সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের। চলতি বছরের গোড়ায় চিনের উহান প্রদেশে করোনাভাইরাস সংক্রমণ হু হু করে ছড়াতে শুরু করায় ওই দুটি বিমান সংস্থার পরিষেবা স্থগিত রাখা হয়েছিল।
মার্কিন পরিবহণ দপ্তর বলেছে, দুদেশের মধ্যে পরস্পরের বিমান চলাচল সংক্রান্ত যে বোঝাপড়া বহাল রয়েছে, চিন তা লঙ্ঘন করছে।
এক বিবৃতিতে তারা বলেছে, দপ্তর আমাদের চিনা পক্ষের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে যাবে যাতে মার্কিন ও চিনা, উভয় বিমান সংস্থাই তাদের দ্বিপাক্ষিক অধিকারগুলি পূর্ণ মাত্রায় প্রয়োগ করতে পারে। তবে তার মধ্যেই আমরা ততগুলি নির্ধারিত চিনা যাত্রীবিমানকে ঢুকতে দেব, যতগুলি চিন সরকার আমাদের বিমানকে অনুমতি দেবে।
ট্রাম্প ১৬ জুনের আগে এই পদক্ষেপ কার্যকর করার প্রয়োজনীয় নথিতে সইসাবুদ করতে পারেন বলে জানিয়েছে ওই দপ্তর।