নয়াদিল্লি: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট-- একাধিক নামী ব্যক্তির ট্য়ুইটার অ্যাকাউন্টে হ্যাকারদের হানা।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বিডেন, টেসলা সিইও এলন মাস্ক, আমাজন কর্তা জেফ বেজোস, মাইক ব্লুমবার্গ, জনপ্রিয় মার্কিন গায়ক কানয়ে ওয়েস্টের ট্যুইটার অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রতিটি ক্ষেত্রে হ্যাকাররা এই প্রোফাইলগুলি থেকে বিটকয়েনের মাধ্যমে আর্থিক অনুদান করার সুপারিশ করেছে। গোয়েন্দাদের দাবি, এটা কোনও ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির একটি অঙ্গ।
যেমন টেসলা কর্তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইট করা হয়। সেখানে বলা হয়েছে, কোভিড-১৯ এর জন্য আমার উদারবোধ এসেছে। আমার বিটিসি (বিটকয়েন) অ্যাকাউন্টে আসা যে কোনও পেমেন্টকে এক ঘণ্টার মধ্যে আমি দ্বিগুণ করে দেব। শুভেচ্ছা। নিরাপদ থাকুন। ওই ট্যুইটে একটি বিটকয়েন অ্যাড্রেসও দেওয়া হয়েছে। গোয়েন্দাদের দাবি, সম্ভবত সেটি হ্যাকারদের ক্রিপ্টো-ওয়ালেটের সঙ্গে জড়িত।
পরে ওই ট্যুইট ডিলিট করে দেওয়া হয় এবং আরও একটি ভুয়ো প্রোমোশন পোস্ট করা হয়। সেখানে আবার বলা হয়, আমার বিটিসি অ্যাকাউন্টে পাঠানো সকল পেমেন্ট দ্বিগুণ করতে পেরে আমি কৃতজ্ঞ। আপনি আমাকে ১ হাজার ডলার পাঠান। আমি আপনাকে ২ হাজার পাঠাব। শুধুমাত্র আগামী ৩০ মিনিটের জন্য এই বিশেষ সুবিধা চালু। পরে এই ট্যুইটও ডিলিট করে দেওয়া হয়।
একইভাবে, বিল গেটস ও এলন মাস্কের ট্যুইটার অ্যাকাউন্টেও একইরকম ভুয়ো ট্যুইট করা হয়। পরে সেগুলিও মুছে ফেলা হয়। এর পাশাপাশি, অ্যাপল সংস্থা, উবের ও ক্যানে ওয়েস্টের ট্যুইট অ্যাকাউন্টও হ্যাক করা হয়। এখানেই শেষ নয়। জনপ্রিয় ক্রিপ্টো ট্যুইটার অ্যাকাউন্ট যেমন ক্যামেরন এবং টায়লার উইঙ্কলভসের জেমিনি ক্রিপ্টো কারেন্সির অ্যাকাউন্টেও হানা দেয় হ্যাকাররা। বাদ পড়েনি ওয়ালেট অ্যাপ কয়েনবেসও।<
গোয়েন্দাদের দাবি, সম্ভবত কেউ সম্ভবত ট্যুইটারের লগ-ইন সিস্টেমে বড়সড় খামতি খুঁজে বের করেছে অথবা কোনও ট্যুইটার কর্মীর অ্যাডমিন পাসওয়ার্ডের দখল নিয়েছে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে মাইক্রো ব্লগিং সাইটি। হ্যাকার হানার মোকাবিলা করতে সঙ্গে সঙ্গে কয়েকটি অ্যাকাউন্ট থেকে ট্যুইট পাঠানোর সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়। সংস্থার তরফে বলা হয়, কিছুক্ষণের জন্য হয়ত আপনি ট্যুইট বা পাসওয়ার্ড বদল অথবা অন্য কোনও কাজ করতে পারবেন না। এই পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা চলছে। ধৈর্য্য ধরে রাখার জন্য ধন্যবাদ।
ট্যুইটার-কর্তা জ্যাক ডোরসে বলেন, ঘা ঘটেছে অত্যন্ত ভয়ঙ্কর। আজকের দিনটা সকলের জন্য বড় ধাক্কার। দুঃখিত। কী ঘটেছে, কেন ঘটেছে তা জানার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।