নয়াদিল্লি: ১৯ জুন গুজরাতের চারটি রাজ্যসভা আসনের নির্বাচনের প্রাক্কালে রাজ্যের দুই দলীয় বিধায়ক অক্ষয় পটেল ও জিতু চৌধুরি দল ছাড়ায় বিপাকে পড়তে চলেছে কংগ্রেস। বুধবার তাঁরা ইস্তফাপত্র পেশ করেছেন বিধানসভা স্পিকার রাজেন্দ্র ত্রিবেদীর কাছে। তিনি তা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন স্পিকার, বলেছেন, তাঁরা স্বেচ্ছায় দল ছেড়েছেন। পটেল ভদোদরার কারজান কেন্দ্রের বিধায়ক, জিতু ভালসাদের কাপরাদা কেন্দ্রের। বুধবার তিন কংগ্রেসের বিধায়ক কিরিট পটেল, ললিত ভাসোয়া ও ললিত কাগাথারা মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ও উপ মুখ্যমন্ত্রী নিতিন পটেলের সঙ্গে দেখা করার পর রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়, তবে কি কংগ্রেসের ঘর ভাঙছে? যদিও তিনজনই সেই জল্পনা খারিজ করে দাবি করেন, তাঁরা করোনাভাইরাস ও লকডাউন সংক্রান্ত নানা ইস্যু নিয়ে কথা বলতেই গিয়েছিলেন।
২৬ মার্চ হওয়ার কথা ছিল গুজরাতের চার রাজ্যসভা আসনের ভোট। কিন্তু করোনাভাইরাস অতিমারী, লকডাউনের জেরে তা পিছিয়ে ১৯ জুন পরবর্তী দিন স্থির হয়েছে।
কংগ্রেস দুজন প্রার্থী দিয়েছে, বিজেপি তিনজনকে দাঁড় করিয়েছে। কংগ্রেসের পক্ষে দ্বিতীয় আসনটি জেতা কঠিন হয়ে উঠেছে। মার্চে আগেই কংগ্রেস বিধায়ক পদে ইস্তফা দেন ৫ জন, ভোট ঘোষণার পরপর। এর ফলে কংগ্রেসের দুটি আসনে জেতাই আরও কঠিন হয়ে পড়ে।১৮২ আসন বিশিষ্ট গুজরাত বিধানসভায় বিজেপির বিধায়ক ১০৩ জন, কংগ্রেসের ৬৮।