নয়াদিল্লি: প্রাক্তন সতীর্থ যুজবেন্দ্র চাহলকে সোশ্যাল মিডিয়ায় জাত তুলে কটাক্ষ করে বিপাকে যুবরাজ সিংহ। জাত সংক্রান্ত বিদ্বেষমূলক মন্তব্য করার জন্য যুবরাজের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ দায়ের করেছেন দলিত নেতা রজত কলসন। যুবরাজকে এই মন্তব্য থেকে বিরত না করায় তিনি রোহিত শর্মারও সমালোচনা করেছেন।
এপ্রিলে রোহিতের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে টিকটকে চাহলের ভিডিও নিয়ে কথা বলছিলেন যুবরাজ। তখনই তিনি ওই মন্তব্য করেন। একইসঙ্গে চাহলের পরিবারের লোকজনের সঙ্গে টিকটক ভিডিও করা নিয়েও প্রশ্ন তোলেন যুবরাজ। তাঁর কথা শুনে হাসেন রোহিত। সোশ্যাল মিডিয়ায় যুবরাজের এই মন্তব্য ভাইরাল। অনেকেই দাবি করেন, যুবরাজকে ক্ষমা চাইতে হবে।
এর আগে করোনা মোকাবিলায় শাহিদ আফ্রিদির ফাউন্ডেশনকে অর্থসাহায্য করার আবেদন জানিয়ে তীব্র সমালোচিত হন যুবরাজ ও হরভজন সিংহ। পরে অবশ্য আফ্রিদি যখন ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন, তখন তাঁকে সাহায্য করার জন্য আক্ষেপ করেন যুবরাজ।
সোশ্যাল মিডিয়ায় চাহলকে জাত তুলে কটাক্ষ, যুবরাজের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দলিত নেতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jun 2020 07:36 PM (IST)
এর আগে করোনা মোকাবিলায় শাহিদ আফ্রিদির ফাউন্ডেশনকে অর্থসাহায্য করার আবেদন জানিয়ে তীব্র সমালোচিত হন যুবরাজ ও হরভজন সিংহ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -