পুণে: বাঁদর শিকার করে তার মাংস খাওয়ার অভিযোগে মহারাষ্ট্রের পুণেতে গ্রেফতার করা হল দুজনকে। জু্ন্নার তহশিলের ধালেওয়াড়ির কাছে এমনটা ঘটেছে বলে খবর। বন দপ্তরের লোকজন দুজনকে ধরেছেন বলে জানা গিয়েছে। এরা হল ২৯ বছরের একনাথ আসওয়ালে ও ৪০ বছর বয়সি গণপতি হিলাম। অভিযোগ, দুজনে একটি লঙ্গুরকে ধরে মেরে তার মাংস খেয়েছে।
বন দপ্তরের জনৈক অফিসার ১৯৭২ সালের বন্যপ্রাণ সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন, দোষী সাব্যস্ত হলে তাদের তিন বছর পর্যন্ত কারাবাস ও আর্থিক জরিমানা হতে পারে। তাদের ২৪ জুন পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, দেশে পশুপাখিদের প্রতি নৃশংস আচরণের বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে আসার পর শোরগোল ছড়িয়েছে। ক্ষেতের ফসল নষ্ট করা থেকে দূরে রাখতে কেরলে বাজিভর্তি আনারসের টোপ দিয়ে হাতি হত্যা, বিস্ফোরকভর্তি বস্তু গিলে গরুর মৃ্ত্যুর পর নিন্দার ঝড় বয়ে গিয়েছে। তার মধ্যেই হিংসার শিকার হল বাঁদর।
মহারাষ্ট্রে বাঁদর মেরে মাংস খাওয়ার ঘটনায় গ্রেফতার ২, দোষী হলে ৩ বছর পর্যন্ত জেল, জরিমানা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jun 2020 07:53 PM (IST)
প্রসঙ্গত, দেশে পশুপাখিদের প্রতি নৃশংস আচরণের বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে আসার পর শোরগোল ছড়িয়েছে।
ফাইল ছবি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -