এলাকার অধিকার নিয়ে কানহায় দুই বাঘের তুমুল লড়াই
ABP Ananda, Web Desk | 10 Jan 2020 12:32 PM (IST)
কানহার কিসলি ও সারহি জোনে এদের নিয়মিত আনাগোনা। মঙ্গলবার তারা মুখোমুখি হয়ে যায়, শুরু হয় এলাকা দখলের লড়াই।
ভোপাল: মধ্য প্রদেশের কানহা অভয়ারণ্যে দুই পূর্ণবয়স্ক বাঘের লড়াই সো্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বাঘদুটির একটির নাম টি-৬৭, অন্যটি এম-৩। কানহার কিসলি ও সারহি জোনে এদের নিয়মিত আনাগোনা। মঙ্গলবার তারা মুখোমুখি হয়ে যায়, শুরু হয় এলাকা দখলের লড়াই। আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান কিছুদিন আগে এমনই একটি ভিডিও পোস্ট করেন, তাতে দেখা যায়, এক বাঘিনীর জন্য রাজস্থানের রণথম্ভোরে দুটি বাঘের লড়াই। নূর নামে একটি বাঘিনীর জন্য লড়াই করছিল টি৫৭ ও টি৫৮ নামে দুটি বাঘ।