মুম্বই: ক্ষমতাসীন সরকারের বিধায়ক ভাঙিয়ে নতুন সরকার গঠনকে অন্যায় বললেও, পদক্ষেপ করার পথে এগোয়নি সুপ্রিম কোর্ট। ফেল মহারাষ্ট্রে একনাথ শিন্ডের শিবসেনা এবং বিজেপি-র জোট সরকারই টিকে রয়েছে। কিন্তু একবার ফের সেখানে পালাবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হল, যার নেপথ্যে রয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা (সাবেক) (Shiv Sena)। তাদের দাবি, একনাথ শিবির থেকে ২২ জন বিধায়ক এবং ন'জন সাংসদ ইস্তফা দেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন (Maharashtra Politics)। 


উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা (সাবেক)-র মুখপত্র 'সামনা'য় এই দাবি করা হয়েছে। বলা হয়েছে, শিন্ডের নেতৃত্বে থাকা ২২ জন বিধায়ক এবং ন'জন সাংসদের দমবন্ধ হওয়ার জোগাড়। বিজেপি তাঁদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে। যে কোনও মুহূর্তে ইস্তফা দিতে পারেন তাঁরা। ২০১৯ সালে বিজেপি-র বিরুদ্ধে এই বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলেই জোট ভেঙে দিয়েছিলেন উদ্ধব। আবারও তারই পুনরাবৃত্তি ঘটছে বলে দাবি করা হয়েছে 'সামনা'য়। 


'সামনা'য় দাবি করা হয়েছে, একনাথের উপর ক্ষুব্ধ ওই বিধায়ক-সাংসদরা। তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে মনে করছেন। নিজেদের মধ্যে ইস্তফা নিয়ে আলোচনা করছেন। সপ্তাহান্তে সেই নিয়ে একদফা আলোচনাও হয়েছে গজানন কীর্তিকরের বাড়িতে। বিজেপি-র বিরুদ্ধে একযোগে সরব হয়েছেন সকলে। পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে একমত তাঁরা সকলেই।


আরও পড়ুন: RBI Annual Report: ৫০০ টাকার জাল নোট নিয়ে 'মুখ খুলল' রিজার্ভ ব্যাঙ্ক, জানলে চমকে উঠবেন !


বিজেপি-র প্রতি অসন্তোষ জানাতে গিয়ে যদিও কোনও রাখঢাক করেননি গজানন। শুক্রবার তিনি বলেন, "আমরা NDA-র অংশ। সেই মতোই দায়িত্ব বণ্টন হওয়া উচিত। পদমর্যাদার ভাগও হওয়া উচিত সেই মতোই। কিন্তু আমাদের মনে হচ্ছে, বিজেপি বিমাতৃসুলভ আচরণ করছে আমাদের প্রতি।" গজাননের এই মন্তব্যের পরই তোপ দেগেছে উদ্ধবের শিবসেনা (সাবেক)। দলের নেতা সঞ্জয় রাউতের মতে, মহারাষ্ট্র থেকে শিবসেনাকে উৎখাত করাই বিজেপি-র লক্ষ্য।


রাউতের কথায়, "বিজেপি হচ্ছে কুমিরের মতো। কেই গা ঘেঁষে দাঁড়ালেই গিলে খায়। বিদ্রোহী বিধায়ক এবং সাংসদরা এখন বুঝতে পারছেন। কেন উদ্ধব ঠাকরে কুমিরের থেকে দূরত্ব বাড়িয়েছিলেন, বুঝতে পারছেন নিশ্চয়ই।"


২০১৯ সালে বিজেপি-পর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ভেঙে দেন উদ্ধব। তার পর কংগ্রেস এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সঙ্গে হাত মিলিয়ে গড়েন 'মহা আঘাডি জোট'। মহারাষ্ট্রে জোট সরকারের মুখ্যমন্ত্রী হন উদ্ধব। কিন্তু ২০২২ সালে একনাথ ,বিদ্রোহ ঘোষণা করলে সেই সরকার ভেঙে পড়ে। নিজের অনুগামীদের নিয়ে পরে বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েন একনাথ। মুখ্যমন্ত্রী হন তিনি। তাঁর ডেপুটি হন দেবেন্দ্র ফড়নবীশ। যদিও রাজনৈতিক মহলে গুঞ্জন, নামমাত্র মুখ্যমন্ত্রী করে রাখা হয়েছে একনাথকে। পিছন থেকে ছড়ি ঘোরাচ্ছেন দেবেন্দ্রই। সব গুরুত্বপূর্ণ বিভাগও বিজেপি-র হাতেই রয়েছে।